Virat Kohli

Virat Kohli: একই ম্যাচে দু’দলের হয়ে ব্যাট করলেন পুজারা, দু’বারই ব্যর্থ, রান পেলেন বিরাট, জাডেজা

প্রস্তুতি ম্যাচে রান পেলেন বিরাট কোহলী। তাঁর উইকেট নেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রান পেলেন জাডেজা, শ্রেয়সরাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ২২:৪২
Share:

রান পেলেন না পুজারা। —ফাইল চিত্র

প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান এল বিরাট কোহলীর ব্যাট থেকে। রান পেয়েছেন শ্রেয়স আয়ার, রবীন্দ্র জাডেজারাও। বিরাটের উইকেট নেন যশপ্রীত বুমরা। তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৬৬ রানে। ভারত এবং লেস্টারশায়ার, দুই দলের হয়েই ব্যাট করেন চেতেশ্বর পুজারা। যদিও রান পাননি তিনি।

Advertisement

ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শ্রীকর ভরত এবং শুভমন গিল। ভরত করেন ৪৩ রান। শুভমন করেন ৩৮ রান। তাঁদের দু’জনকেই ফেরান নভদ্বীপ সাইনি। তিন নম্বরে নেমে হনুমা বিহারী করেন ২০ রান। শ্রেয়স আয়ার করেন ৬২ রান। শার্দূল ঠাকুর করেন ২৮ রান। রবীন্দ্র জাডেজার সঙ্গে এর পর জুটি বাঁধেন বিরাট। অনেক দিন পর চেনা ছন্দে দেখা যাচ্ছিল তাঁকে। ৬৭ রান করেন তিনি। এর পরেই বুমরার বলে ক্যাচ দেন বিরাট। আট নম্বরে ব্যাট করতে নেমে চেতেশ্বর পুজারা করেন ২২ রান। এর আগে লেস্টারের হয়ে ব্যাট করতে নেমে শূন্য করেন তিনি। জাডেজার সঙ্গে ক্রিজে রয়েছেন মহম্মদ সিরাজ।

বল হাতে সাইনি তিন উইকেট পেয়েছেন। দু’টি উইকেট নিয়েছেন কমলেশ নাগরকোটি। একটি করে উইকেট নেন বুমরা, সাই কিশোর এবং উইল ডেভিস। তাঁরা খেলছেন লেস্টারশায়ারের হয়ে খেলছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement