রান পেলেন না পুজারা। —ফাইল চিত্র
প্রস্তুতি ম্যাচে অর্ধশতরান এল বিরাট কোহলীর ব্যাট থেকে। রান পেয়েছেন শ্রেয়স আয়ার, রবীন্দ্র জাডেজারাও। বিরাটের উইকেট নেন যশপ্রীত বুমরা। তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৬৬ রানে। ভারত এবং লেস্টারশায়ার, দুই দলের হয়েই ব্যাট করেন চেতেশ্বর পুজারা। যদিও রান পাননি তিনি।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শ্রীকর ভরত এবং শুভমন গিল। ভরত করেন ৪৩ রান। শুভমন করেন ৩৮ রান। তাঁদের দু’জনকেই ফেরান নভদ্বীপ সাইনি। তিন নম্বরে নেমে হনুমা বিহারী করেন ২০ রান। শ্রেয়স আয়ার করেন ৬২ রান। শার্দূল ঠাকুর করেন ২৮ রান। রবীন্দ্র জাডেজার সঙ্গে এর পর জুটি বাঁধেন বিরাট। অনেক দিন পর চেনা ছন্দে দেখা যাচ্ছিল তাঁকে। ৬৭ রান করেন তিনি। এর পরেই বুমরার বলে ক্যাচ দেন বিরাট। আট নম্বরে ব্যাট করতে নেমে চেতেশ্বর পুজারা করেন ২২ রান। এর আগে লেস্টারের হয়ে ব্যাট করতে নেমে শূন্য করেন তিনি। জাডেজার সঙ্গে ক্রিজে রয়েছেন মহম্মদ সিরাজ।
বল হাতে সাইনি তিন উইকেট পেয়েছেন। দু’টি উইকেট নিয়েছেন কমলেশ নাগরকোটি। একটি করে উইকেট নেন বুমরা, সাই কিশোর এবং উইল ডেভিস। তাঁরা খেলছেন লেস্টারশায়ারের হয়ে খেলছেন তাঁরা।