সেই দিনকে স্মরণ করলেন বিরাট কোহলী।
মুম্বইয়ে জঙ্গি আক্রমণের ১৩ বছর পার। ২৬/১১-র সেই ঘটনা এখনও ভারতীয়দের মনে দাগ রেখে গিয়েছে। টুইটে সেই দিনকে স্মরণ করলেন বিরাট কোহলী।
শুক্রবার টুইট করে কোহলী লেখেন, ‘এই দিনটা ভোলা যাবে না। যাঁদের হারিয়েছি তাঁদের ভোলা যাবে না। সেই সব ব্যক্তির আত্মীয়, বন্ধুদের আমার শ্রদ্ধা জানাই।’
সেই দিনের জঙ্গি আক্রমণে ১৬৫ জন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনায় যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনার স্মরণে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে।
শুধু কোহলী নন, ২৬/১১-কে স্মরণ করে টুইট করেছেন বীরেন্দ্র সহবাগও। তিনি লেখেন, ‘সেই দুঃখের দিনের ১৩ বছর কেটে গেল। আমাদের দেশের গর্ব শহীদ টুকারাম ওম্বলে। সেই দিন দেশের জন্য যে সাহস তিনি দেখিয়েছিলেন তার কাছে যে কোনও শব্দ বা পুরস্কারই তুচ্ছ। এমন মানুষকে আমার প্রণাম।’