Rohit Sharma

Rohit Sharma: দলে বিরাটদের মতো ছন্দহীন ক্রিকেটারের জন্য উপায় বার করেছেন রোহিত

ছন্দহীন ক্রিকেটারদের জন্য ভারত অধিনায়কের টোটকা। তাদের নিজের কাজটা বুঝিয়ে দিতে চান রোহিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১৮:০৫
Share:

দুঃসময় কাটানোর জন্য উপায় বার করেছেন রোহিত শর্মা। —ফাইল চিত্র

দীর্ঘ দিন রান পাচ্ছেন না বিরাট কোহলী। কেরিয়ারের মাঝে অনেক সময়ই এমন হতে পারে বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই দুঃসময় কাটানোর জন্য উপায় বার করেছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক মনে করেন ক্রিকেটারদের নিজের কাজটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেই সমস্যার সমাধান করা সম্ভব।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের ছন্দে ফেরানোর জন্য রোহিত বলেন, “আমার কাজটাই হল প্রত্যেক ক্রিকেটারের শক্তি এবং দুর্বলতা বুঝে নেওয়া। তাদের প্রয়োজনটা বুঝে নেওয়া। একজন ক্রিকেটারের থেকে কী চাওয়া হচ্ছে সেই বিষয়টা খুব পরিষ্কার থাকা উচিত। তা হলেই সেই ক্রিকেটারও ভাল ভাবে নিজেকে মেলে ধরতে পারে। নিজের লক্ষ্য ঠিক রেখে খেলতে পারে। তার খেলাতেও উন্নতি হয়।”

এই বছরের শুরুতেই বিরাট কোহলীর পরিবর্তে সব ধরনের ক্রিকেটে দায়িত্ব দেওয়া হয় রোহিতকে। তিনি বলেন, “যখন কোনও ক্রিকেটারের কঠিন সময় যাচ্ছে, সেই সময় তাদের ভাবনাটা পরিষ্কার রাখতে হয়। তাকে বুঝিয়ে দিতে হয় যে দল তার কাছে কী চাইছে। দলে তার কাজটা কী। সেটা একেক জনের জন্য একেক রকম। তাই কোনও এক ধরনের মন্ত্র নিয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব নয়।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement