Bangladesh Cricket

Tamim Iqbal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়কে কোথায় রাখলেন বাংলাদেশের অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে কয়েক মাস আগেই ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ হেরেছে ভারত। সেখানে দু’টি ম্যাচে আধিপত্য দেখিয়ে জিতেছে বাংলাদেশ। সিরিজ জেতার পরে দেখা যায় সাজঘরে ‘আমরা করব জয়’ গাইছেন তামিমরা। এর পরে ৩১ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৮:২০
Share:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়কে কোথায় রাখলেন তামিম ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিরুদ্ধে এক দিনের সিরিজ জয়কে তাঁদের দেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় বলে উল্লেখ করলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। সেই সঙ্গে বাংলাদেশের চার অভিজ্ঞ ক্রিকেটারের জীবনেও এই জয় অন্যতম সেরা মুহূর্ত বলে জানিয়েছেন তিনি।

Advertisement

শেষ এক দিনের ম্যাচে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তামিম। ম্যাচ শেষে তামিম বলেন, ‘‘এটা আমার জীবনের সেরা জয়। আমি ছাড়া মুশফিকুর রহিম, শাকিব আল হাসান ও মাহমুদুল্লা ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে খেলছে। দেশের হয়ে নিজেদের সবটা উজাড় করে গিয়েছি আমরা। এই জয় আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ।’’

পরিবারের লোকেরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও দেশে ফেরেননি শাকিব। তাঁর বাড়তি প্রশংসা করেছেন তামিম। তিনি বলেন, ‘‘শাকিবের মা, শাশুড়ি ও দুই মেয়ে হাসপাতালে ভর্তি। তার পরেও দেশের হয়ে খেলার জন্য ও থেকে গিয়েছে। এই সিরিজ জিততে ও মরিয়া ছিল। এই ঘটনা থেকেই এক জন বড় ক্রিকেটারের চরিত্র বোঝা যায়।’’

Advertisement

দক্ষিণ আফ্রিকার মাটিতে কয়েক মাস আগেই ০-৩ ব্যবধানে এক দিনের সিরিজ হেরেছে ভারত। সেখানে দু’টি ম্যাচে আধিপত্য দেখিয়ে জিতেছে বাংলাদেশ। সিরিজ জেতার পরে দেখা যায় সাজঘরে ‘আমরা করব জয়’ গাইছেন তামিমরা। এর পরে ৩১ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement