IPL 2022

IPL 2022: ভিসা সমস্যা মিটলেও চেন্নাইয়ের বিদেশি তারকাকে কি কেকেআর ম্যাচে পাবেন ধোনিরা

মইনের ঠাকুর্দা পাকিস্তান থেকে ইংল্যান্ডে গিয়েছিলেন। মইনের জন্ম অবশ্য ইংল্যান্ডে। ভারতে এর আগেও বহু বার খেলতে এসেছেন তিনি। তা হলে এ বারে তাঁর ভিসা নিয়ে কেন এত সমস্যা হল তার সদুত্তর মিলছে না। নিভৃতবাস কাটিয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলবেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১৫:৪০
Share:

কবে থেকে বিদেশি তারকাকে পাবে চেন্নাই ছবি: টুইটার।

আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের বিদেশি অলরাউন্ডার মইন আলিকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় ছিল। ভারতে আসার ভিসা পাচ্ছিলেন না তিনি। অবশেষে সেই সমস্যা মিটেছে। চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন আইপিএল শুরু হওয়ার আগেই ভারতে চলে আসছেন ইংল্যান্ডের অলরাউন্ডার।

Advertisement

বৃহস্পতিবারই ভারতে পা রাখছেন মইন। কাশী বলেন, ‘‘মইন ভারতে আসার ভিসা পেয়েছে। বৃহস্পতিবার বিকালেই মুম্বইয়ে চলে আসবে। তবে তিন দিনের নিভৃতবাসে থাকতে হবে ওকে। তাই দ্বিতীয় ম্যাচ থেকে ওকে পাওয়া যাবে।’’ কাশীর এই মন্তব্য থেকে পরিষ্কার যে শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সিএসকে-র প্রথম ম্যাচে পাওয়া যাবে না মইনকে।

মইনের ঠাকুর্দা পাকিস্তান থেকে ইংল্যান্ডে গিয়েছিলেন। মইনের জন্ম অবশ্য ইংল্যান্ডে। ভারতে এর আগেও বহু বার খেলতে এসেছেন তিনি। তা হলে এ বারে তাঁর ভিসা নিয়ে কেন এত সমস্যা হল তার সদুত্তর মিলছে না। নিভৃতবাস কাটিয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলবেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

Advertisement

গত বার চেন্নাইয়ের হয়ে ১৫ ইনিংসে ৩৫৭ রান করেছিলেন মইন। সেই সঙ্গে বল হাতে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। চেন্নাইকে আইপিএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। তাই তাঁক এ বারও ধরে রেখেছে মহেন্দ্র সিংহ ধোনির দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement