T20 World Cup 2022

দুই জোরে বোলারকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে নিয়ে যাচ্ছে রোহিতের ভারত

যশপ্রীত বুমরা চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত। রবীন্দ্র জাডেজা আগেই ছিটকে গিয়েছেন। ফলে বোলিংয়ে বিকল্প ক্রমশই কমছে ভারতের। তা থেকেই দুই পেসারকে নেওয়ার ভাবনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ২২:০০
Share:

রোহিতের দলের সঙ্গে যাচ্ছেন দুই জোরে বোলার। ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলেও গত কয়েক দিনে ভারতীয় ক্রিকেটে অনেক কিছুই পাল্টে গিয়েছে। যশপ্রীত বুমরা চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত। রবীন্দ্র জাডেজা আগেই ছিটকে গিয়েছেন। ফলে বোলিংয়ে বিকল্প ক্রমশই কমছে ভারতের। এই অবস্থায় ঠিক করা হয়েছে, মহম্মদ সিরাজ এবং উমরান মালিককে বিশ্বকাপের দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।

Advertisement

বুমরা ছিটকে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে সুযোগ পেয়েছেন সিরাজ। উমরান মালিক এখন খেলছেন ইরানি কাপে। ফলে দু’জনেই খেলার মধ্যে রয়েছেন। যে হেতু জোরে বোলিংয়ে ভারতের হাতে বিকল্প কম, তাই এই দু’জনকে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে।

আগামী ৬ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে দল। প্রথমে তারা যাবে পার্থে। সেখানেই ভারত থাকবে। এক সপ্তাহ অনুশীলনের পরে তারা ব্রিসবেনে যাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে। আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের সামনে পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement