T20 World Cup 2022

শামি না সিরাজ, টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার পরিবর্ত কে? জানিয়ে দিলেন সুনীল গাওস্কর

চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর বদলে মহম্মদ শামি ও মদম্মদ সিরাজের মধ্যে কাকে নেওয়া উচিত সে বিষয়ে নিজের পছন্দ জানালেন সুনীল গাওস্কর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৬:১০
Share:

কোন বোলারকে বিশ্বকাপের দলে চাইছেন সুনীল গাওস্কর। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরার বদলে খেলবেন কে? মহম্মদ শামি? না কি মহম্মদ সিরাজ? এই দুই বোলারের মধ্যে সিরাজকে বাছলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর মতে, সিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে তাঁকে শামির উপরে রাখছেন তিনি।

Advertisement

এক সাক্ষাৎকারে নিজের পছন্দের কথা জানিয়েছেন গাওস্কর। তিনি বলেছেন, ‘‘আমি সিরাজকে খেলাতাম। কারণ, ও এখন ভাল বল করছে। অন্য দিকে শামি বেশ কয়েক মাস ক্রিকেটের বাইরে রয়েছে।’’

দীর্ঘ দিন খেলার বাইরে থেকে হঠাৎ করে বিশ্বকাপের মতো মঞ্চে কাউকে নামিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘সরাসরি তো বিশ্বকাপে নামিয়ে দেওয়া যাবে না। তার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। এখনও পর্যন্ত শামির নাম ঘোষণা হয়নি। ও দলের সঙ্গেও যায়নি। এটাই চিন্তার জায়গা। শেষ মুহূর্তে শামিকে দলে নিলে সেটা খারাপ হবে।’’

Advertisement

সিরাজকে পছন্দ করলেও শামির যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই গাওস্করের। বরাবর শামির প্রশংসা করেছেন তিনি। গাওস্কর বলেন, ‘‘শামির যোগ্যতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। যেহেতু ও অনেক দিন খেলার বাইরে তাই আমার একটি সন্দেহ হচ্ছে। করোনা আক্রান্ত হওয়ার পরে ফেরা খুব সহজ হয় না। শরীর দুর্বল থাকে। ম্যাচ ফিট হতে সময় লাগে। আর এখন সিরাজ দুর্দান্ত বল করছে। তাই ওকেই দলে নেওয়া উচিত।’’

বুমরার পরে চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহারও। তাঁর পরিবর্ত হিসাবে শামি, সিরাজ ও শার্দুল ঠাকুরকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়া। তাঁদের মধ্যে এক জন পরিবর্ত হিসাবে ঢুকবেন ভারতীয় দলে। সেটা এখনও ঘোষণা করেনি ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement