কোহলি, রোহিতদের উপর ক্ষুব্ধ গাওস্কর। ফাইল ছবি
দু’দিন বাদে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে ভারতের গোটা দল অনুশীলনেই এল না। শুক্রবার মেলবোর্নে ঐচ্ছিক অনুশীলনে এলেন শুধু রোহিত শর্মা, দীনেশ কার্তিক, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, আরশদীপ সিংহের মতো কয়েক জন। ভারতীয় ক্রিকেটারদের এ রকম গা ছাড়া মনোভাবে ব্যাপক চটেছেন সুনীল গাওস্কর। প্রাক্তন ক্রিকেটারের মতে, দলের মধ্যে ইচ্ছাশক্তির অভাব রয়েছে। তবে বিরাট কোহলির প্রশংসা করেছেন তিনি।
ভারতের ঐচ্ছিক অনুশীলন থাকলেও পাকিস্তান পুরোদমে অনুশীলন করেছে। সেই ভিডিয়োও পোস্ট করা হয়েছে টুইটারে। সে সব দেখে গাওস্কর বলেছেন, “জানি না কেন ভারত এই সিদ্ধান্ত নিল। আমি এর সঙ্গে একেবারেই একমত নয়। বিশ্বকাপের আগে একটা প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। মেলবোর্নে এসে এক দিন ছুটি পেয়েছে। তা হলে পরের দিন কেন ওরা অনুশীলন করবে না? দিনের শেষে হয়তো যারা অনুশীলনে এল না তাদেরই কেউ ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু একটা ছন্দ তো থাকা দরকার। একটা ইচ্ছেশক্তি থাকা দরকার।”
এখানেই থামেননি গাওস্কর। আরও বলেছেন, “ঐচ্ছিক অনুশীলন মানে কি শুধু অধিনায়ক আর কোচের কাজ? যদি আগের ম্যাচে শতরান করা কোনও ব্যাটার হাল্কা চোট পায়, তা হলে কোচ তাকে অনুশীলনে আসতে বারণ করতেই পারে। কিন্তু বাকিদের অনুমতি নেওয়ার দরকারই নেই। ঐচ্ছিক অনুশীলন ব্যাপারটাই বাতিল করে দেওয়া উচিত। শুধু অধিনায়ক এবং কোচকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হোক। কত বার যে এ কারণে ভারতীয় দল ভুগেছে তা বলে শেষ করা যাবে না।”
কোহলি এ দিন অনুশীলনে না এলেও তাঁর প্রশংসা করতে গিয়ে গাওস্কর বলেছেন, “এশিয়া কাপ থেকে কোহলির শট নির্বাচন অনেক ভাল হয়েছে। তার আগে রান পাচ্ছিল না বলে ভুল ভাল শট খেলছিল। বাইরের বলে অহেতুক মারতে গিয়ে আউট হচ্ছিল। ভাগ্যও ওকে সঙ্গ দিচ্ছিল না। এশিয়া কাপে শট নির্বাচন এতটাই ভাল হয়েছে যে ও বুঝতে পেরেছে কোন বলে মারা উচিত।”