অ্যাডিলেডের মাঠে বৃষ্টি, ঢাকা ছিল পিচ। ছবি: এএফপি
বৃষ্টির জন্য ওভার কমে গেল ভারত বনাম বাংলাদেশ ম্যাচের। ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৫১ রান। খেলা শুরু হলে বাংলাদেশকে ৯ ওভারে ৮৫ রান করতে হবে।
ভারত ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন বাংলাদেশের লিটন দাস। ৭ ওভারে ৬৬ রান তোলে বাংলাদেশ। এর মধ্যে লিটন একাই ৫৯ রান করেন। খেলা শুরু হতেই যদিও তিনি রান আউট হয়ে যান। ৬০ রান করে সাজঘরে ফেরেন লিটন।
খেলা যদি আর শুরু না হত, তা হলে যেমন বাংলাদেশ জিতে যেত। খেলা শুরু হওয়ার পর ওভার কমলেও লাভ তাদেরই। নিয়ম অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯.৩০ পর্যন্ত পর খেলা শুরু না হলে ওভার কমত। শুরুর দিকে বাংলাদেশ অনেকটাই রান তুলে দিয়েছিল। ফলে ওভারের সঙ্গে তাদের লক্ষ্যমাত্রাও কমেছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিলই। কখনও বেশি, কখনও আবার কিছুটা কম বৃষ্টি হবে বলে জানানো হয়েছিল। রোহিতরা চাইছিলেন না বৃষ্টি হোক। কারণ, বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা পাওয়া সহজ হয়ে যাবে ভারতের।