T20 World Cup 2022

এক হারেই অনিশ্চিত রোহিতদের শেষ চারের ভবিষ্যৎ! কী ভাবে ছিটকে যেতে পারে ভারত?

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে গিয়েছে। ভারতের সামনে বাকি দুটো ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগে বাদ যেতে পারেন রোহিত শর্মারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ২১:১০
Share:

এখনও শেষ চারে জায়গা পাকা হয়নি রোহিত শর্মাদের। —ফাইল চিত্র

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় এক ধাক্কায় বদলে গিয়েছে গ্রুপ ২-এর সমীকরণ। পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে নেমে এসেছেন রোহিত শর্মারা। ভারত নিজেদের প্রথম দু’টি ম্যাচ জিতলেও এখনও সেমিফাইনালে জায়গা নিশ্চিত নয়। এখনও শেষ চার থেকে ছিটকে যেতে পারে ভারত।

Advertisement

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় ৩টি ম্যাচে রোহিত শর্মাদের পয়েন্ট ৪। তাদের নেট রানরেট +০.৮৪৪। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। ৩টি ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্টও ৪। ভারতের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশ। শাকিবদের নেট রান রেট -১.৫৩৩। অর্থাৎ, শুধু নেট রানরেটের নিরিখে দু’টি দল আলাদা।

খুব বেশি পিছিয়ে নেই জ়িম্বাবোয়েও। বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যাওয়ায় ৩টি ম্যাচ খেলে ৩ পয়েন্ট জ়িম্বাবোয়ের। তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া ক্রেগ আরভিনদের নেট রান রেট -০.০৫০।

Advertisement

ভারতের এখনও দু’টি ম্যাচ বাকি। আগামী বুধবার তারা খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। আগামী রবিবার শেষ ম্যাচে জ়িম্বাবোয়ের মুখোমুখি হবে তারা। এই দু’টি ম্যাচের মধ্যে যে কোনও একটি ম্যাচে ভারত হেরে গেলেই রোহিত শর্মাদের শেষ চারে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে যাবে।

গ্রুপ ২-এ শেষ চারে যাওয়ার দৌড়ে এখনও সমান ভাবে রয়েছে পাঁচটি দল। দক্ষিণ আফ্রিকা, ভারত, বাংলাদেশ, জ়িম্বাবোয়ে ও পাকিস্তানের মধ্যে যে কোনও দুই দল সেমিফাইনালে উঠতে পারে। খাতায়কলমে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। তাই নিজেদের দু’টি ম্যাচেই জিততে হবে ভারতকে। না হলেই শেষ চারে ওঠার আগে বাদ হয়ে যেতে পারে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement