ভারতের কাছে হেরে নিজের দেশেই সমালোচনার মুখে বাবর। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পরে বাবর আজমের অধিনায়কত্বের সমালোচনা করলেন সে দেশেরই প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। তাঁর মতে, বাবর একের পর এক ভুল করলেও তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা যাবে না। এতে দলেরই ক্ষতি হচ্ছে।
পাকিস্তানের এক সংবাদমাধ্যমে হাফিজ বলেছেন, ‘‘বার বার ভুল করলেও বাবরের অধিনায়কত্বের সমালোচনা করা যাবে না। এই নিয়ে পর পর তিনটে বড় ম্যাচে বাবরের নেতৃত্বে ভুল চোখে পড়ল। কিন্তু আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে পারব না। শুধু শুনতে হবে, ভুল থেকে শিক্ষা নেবে বাবর। কিন্তু সেটা কবে?’’
ভারতের বিরুদ্ধে বাবর কী কী ভুল করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন হাফিজ। তিনি বলেছেন, ‘‘ভারতীয় ইনিংসের সাত থেকে ১১তম ওভারের মধ্যে রান ওঠেনি। ওভার প্রতি চার রানও হচ্ছিল না সেই সময়। তা হলে কেন ওই সময় স্পিনারদের ওভার শেষ করিয়ে দিল না বাবর? তা হলে শেষে নওয়াজ়কে বল করাতে হত না।’’
বাবরের উপর ক্ষুব্ধ ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, মিসবা উল হকরাও। তাঁদের মতে আধা সুস্থ শাহিন আফ্রিদিকে খেলিয়েছেন বাবর। শাহিন নিজের ফর্মের ধারেকাছেও ছিলেন না। উইকেট নিতে পারেননি। রান দিয়েছেন। শাহিনকে খেলিয়ে বাবর নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন বলে জানিয়েছেন তাঁরা।