দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরে বিরাট কোহলি। ছবি: এএফপি
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত। রোহিত শর্মাদের হারতে হল ৫ উইকেটে। কোন পাঁচ কারণে হারল ভারত? বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।
এক, চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। প্রথম ন’ওভারের মধ্যেই ভারতের অর্ধেক ইনিংস শেষ হয়ে যায়। তখন দলের রান পঞ্চাশও পেরোয়নি।
দুই, ভারত সব থেকে বড় ধাক্কা খায় বিরাট কোহলির উইকেট হারিয়ে। দুরন্ত ফর্মে থাকা কোহলি ১১ বলে ১২ রানের বেশি করতে পারেননি।
তিন, ষষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব ও দীনেশ কার্তিক। কিন্তু রান তোলার গতি বাড়াতে পারেননি। বিশেষ করে দীনেশ কার্তিক একেবারেই পরিচিত ছন্দে ছিলেন না। তিনি মাত্র ৬ রান করে আউট হন। এই রান করতে নেন ১৫টি বল।
চার, খারাপ ফিল্ডিং। এডেন মার্করামের সহজ ক্যাচ পেলে দেন বিরাট কোহলি। মার্করামেরই সহজ রান আউটের সুযোগ নষ্ট করেন রোহিত শর্মা।
পাঁচ, বল হাতে পুরোপুরি ব্যর্থ রবিচন্দ্রন অশ্বিন। চার ওভারে ৪৩ রান দিয়ে শেষ ওভারে একটি উইকেট নেন তিনি।