এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্য়াট হাতে খুব ভাল ছন্দে রয়েছেন বিরাট কোহলি। —ফাইল চিত্র
যত কাণ্ড বিরাট কোহলিকে ঘিরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে অ্যাডিলেডে বাড়ছে কোহলি-উত্তাপ। মাঠের বাইরে হঠাৎ কোহলিকে দেখতে পেয়ে সবাই ছেঁকে ধরলেন। ভক্তদের মধ্যে থেকে তাঁকে বার করে আনলেন দেহরক্ষীরা।
অ্যাডিলেডে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন কোহলি। তিনি রেস্তরাঁ থেকে বার হতেই ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। কেউ নিজস্বী, কেউ সইয়ের আবদার করতে থাকেন। ‘কোহলি, কোহলি’ চিৎকারে ভরে যায় গোটা এলাকা। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়কের নাগাল কেউ পাননি। সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা সবাইকে সরিয়ে কোহলিকে টিমবাসে তুলে দেন। সেখানে দলের বাকিরা অপেক্ষা করছিলেন। বাসে উঠেও রেহাই নেই। এক মহিলা নিরপত্তারক্ষীদের কাছে অনুরোধ করতে থাকেন, বাসে উঠে কোহলির একটি ছবি তুলবেন তিনি। কিন্তু সে কথায় কান দেননি নিরাপত্তারক্ষীরা।
এই পুরো ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে। খুব তাড়াতাড়ি সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
অন্য দিকে সেমিফাইনালের আগে জানা গিয়েছে, অনুশীলনে চোট পেয়েছেন কোহলি। এই কথায় উদ্বেগে ভারতীয় সমর্থকরা। জানা গিয়েছে, নেটে হর্ষল পটেলের বিরুদ্ধে ব্যাট করছিলেন কোহলি। হঠাৎই একটি বল আচমকা লাফিয়ে তাঁর কুঁচকিতে এসে লাগে। কোহলি সাময়িক ভাবে যন্ত্রণায় কাতরাতে থাকেন। নেটের ধারে ব্যাটের উপর ভর দিয়ে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন। তার পরেই হাত নাড়িয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁর কিছু হয়নি।
হর্ষলের বলে আঘাত পাওয়ার কিছু ক্ষণ পরে কোহলি নেট ছেড়ে বেরিয়ে যান। হালকা অস্বস্তিতে দেখা যাচ্ছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে। কিন্তু আবার নেটে ফিরে এসে কোহলি বুঝিয়ে দেন, তাঁর চোট গুরুতর নয়। পরে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনাবীরত্নের সামনে খেলতে থাকেন কোহলি। নিজের পরিচিত কিছু শট বেরোয় তাঁর ব্যাট থেকে।
মঙ্গলবার রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এই রঘুই। সেই অনুশীলনের সময় রোহিতের হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল এসে লাগে তাঁর কব্জিতে। রোহিতেরও বেশ বড় চোট বলেই মনে করা হয়েছিল। অনুশীলন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি।
রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গায় পাশে একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। রোহিতের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে।