Shakib Al Hasan

নিউজ়িল্যান্ডের কাছে হেরে শাকিব বললেন, ‘ভাল লাগছে’! কেন এমন বললেন বাংলাদেশ অধিনায়ক?

বুধবার টস জিতে নিউজ়িল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। গ্লেন ফিলিপ্সদের দাপটে ২০৮ রান তোলে নিউজ়িল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৬০ রানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২২ ১৪:৩৩
Share:

—ফাইল চিত্র

দল হেরে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচ জিততে পারছে না বাংলাদেশ। এমন অবস্থায় রান পেলেন অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচ শেষে সেটাই স্বস্তি অধিনায়কের। বললেন, “রান পেয়ে ভাল লাগছে।”

Advertisement

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৮ রানে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ৭০ রান করেন শাকিব। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, “রান পেলে ভাল লাগে। আগের দিনের পিচের থেকে এটা আলাদা ছিল। নিউজ়িল্যান্ড বড় রান তুলে আমাদের শুরু থেকেই পিছনে ফেলে দেয়।” অধিনায়ক রান পেলেও টানা তিনটি ম্যাচ হারল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে ওঠার কোনও সম্ভাবনা রইল না তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই হার চিন্তায় রাখবে বাংলাদেশকে। ম্যাচ শেষে শাকিব বলেন, “তিনটি ম্যাচেই আমরা ধারাবাহিক ভাবে উইকেট হারিয়েছি। কয়েকটা জায়গা ঠিক করে নিলেই দল ভাল ফল করবে। আমরা জানি বিশ্বকাপে কোন দল খেলবে। আমরা তার আগে সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। বৃহস্পতিবারের ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।”

Advertisement

বুধবার টস জিতে নিউজ়িল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। গ্লেন ফিলিপ্সদের দাপটে ২০৮ রান তোলে নিউজ়িল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৬০ রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement