টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জ়িম্বাবোয়ের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। —ফাইল চিত্র
অর্থনৈতিক অবনতি, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের জন্য আইসিসি জ়িম্বাবোয়েকে নির্বাসিত করেছিল ২০১৯ সালে। তিন মাস পর শাস্তি উঠে গেলেও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলার সময় পেরিয়ে গিয়েছিল। এ বছর মূল পর্বে সুযোগ করে নিল জ়িম্বাবোয়ে।
নির্বাসন উঠে গেলেও তার পর করোনা চলে আসায় স্পনসর পাচ্ছিল না জিম্বাবোয়ে দল। কোনও দল তাদের সঙ্গে খেলতেও আগ্রহী ছিল না। অর্থনৈতিক ভাবে সে দেশের ক্রিকেট বোর্ড ভেঙে পড়েছিল। সেই বার্লের ছেঁড়া জুতোর একটা টুইট বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। ছেঁড়া জুতোর ছবি দিয়ে বার্ল লেখেন, “আমরা কি কোনও স্পনসর পাব, যাতে প্রতি সিরিজের পর আমাদের জুতো আঠা দিয়ে আটকাতে না হয়?” সেই টুইটের পর সাড়া পায় জ়িম্বাবোয়ে। স্পনসর পায়। মূল পর্বে ফিরে আসতে পারে।
জ়িম্বাবোয়ের দল। গ্রাফিক: শৌভিক দেবনাথ
জ়িম্বাবোয়ের খেলা কবে, কখন। গ্রাফিক: শৌভিক দেবনাথ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জ়িম্বাবোয়ের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে তারা। ২৭ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে ৩০ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের ম্যাচ ২ নভেম্বর। ভারতের বিরুদ্ধে মেলবোর্নে ম্যাচ ৬ নভেম্বর।