হারার পরে সাজঘরে ফিরছে বিধ্বস্ত ভারতীয় দল। ছবি: এএফপি
বিশ্বকাপ থেকে লজ্জার বিদায় নিল ভারত। সেমিফাইনালে ১০ উইকেটে হেরে বিদায় নিলেন রোহিত শর্মারা। কেন হারতে হল ভারতকে? ১০ কারণ খুঁজে বার করল আনন্দবাজার অনলাইন
এক, শুরুটাই খারাপ হয়। দ্বিতীয় ওভারেই ফিরে যান লোকেশ রাহুল। মাত্র ৫ রান করে ক্রিস ওকসের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান এই ওপেনার।
দুই, পাওয়ার প্লে-র প্রথম ছ’ওভারে ভারত মাত্র ৩৮ রান তোলে। শুরু থেকেই পিছিয়ে পড়ে ভারত।
তিন, রোহিত শর্মার খারাপ ফর্ম। এই ম্যাচেও একেবারেই ভাল খেলতে পারেননি। ২৮ বলে ২৭ রান করেন।
চার, প্রথম দশ ওভারে ভারত ৬৫ রানও করতে পারেনি। মাত্র ৬২ রান ওঠে।
পাঁচ, দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ব্যর্থ। ১০ বলে মাত্র ১৪ রান করেন তিনি।
ছয়, সব মিলিয়ে ভারতীয় ব্যাটিং চূড়ান্ত ব্যর্থ। কোহলি-সূর্য ছাড়া কোনও বড় জুটি হয়নি। সার্বিক ভাবে ব্যর্থ ভারতীয় ব্যাটিং।
সাত, ইংল্যান্ড পাওয়ার প্লে-তে ৬ ওভারে ৬৩ রান তুলে ফেলে। ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিংহ, অক্ষর পটেল, মহম্মদ শামিরা ইংল্যান্ডের একটিও উইকেট ফেলতে পারেননি।
আট, ব্যাটিংয়ের মতো ভারতের গোটা বোলিংও ব্যর্থ। ভুবনেশ্বর কুমার ২ ওভারে ২৫ রান, মহম্মদ শামি ৩ ওভারে ৩৯ রান, রবিচন্দ্রন অশ্বিন ২ ওভারে ২৭ রান, হার্দিক পাণ্ড্য ৩ ওভারে ৩৪ রান দেন।
নয়, ফিল্ডিংও ভাল হয়নি। বিশেষ করে একটি রান বাঁচাতে গিয়ে মহম্মদ শামি যা করলেন, তার কোনও ব্যাখ্যা নেই। বল কুড়িয়ে নিজে না ছুড়ে আচমকাই তিনি সতীর্থ এক ফিল্ডারের দিকে ছোড়েন।
দশ, টসে হারাও ভারতের বিপক্ষে গিয়েছে। যদিও রোহিত টস হারার পরে বলেছিলেন, তিনি জিতলে শুরুতে ব্যাটই করতেন।