হেরে হতাশ মাহমুদুল্লাহ। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের হ্যাটট্রিক। প্রতিযোগিতা থেকে কার্যত বিদায় হয়ে গেল বাংলাদেশের। শেষ দু’ম্যাচে জিতলেও তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তার উপর শেষ দুই ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দেশের বিরুদ্ধে। ফলে কাজটা এমনিতেই কঠিন বাংলাদেশের কাছে।
হেরে গিয়ে দৃশ্যতই হতাশ বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। তিনি মেনে নিলেন, লিটন দাসের উইকেট হারানোই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। একসময় ১০ ওভারে ৪৮ রানে ধুঁকতে থাকা বাংলাদেশকে লড়াই করার জায়গায় নিয়ে এসেছিলেন লিটনই। কিন্তু শেষ মুহূর্তে তীরে এসে তরী ডোবে।
মাহমুদুল্লাহ বলেছেন, “আমার মনে হয় লিটনের উইকেট হারানো সব থেকে বড় কারণ। আমরা দু’জনেই সেট হয়ে গিয়েছিলাম। যদি ওর শটটা ছয় হত তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। দলে লম্বা ফিল্ডার থাকার এটাই সুবিধা।” পরে সাংবাদিক বৈঠকে এসে তিনি স্বীকার করেছেন, টপ অর্ডারের ব্যর্থতা বার বার ভোগাচ্ছে দলকে। বলেছেন, “বিশ্বকাপে আমাদের টপ অর্ডার সে ভাবে জ্বলে উঠতে পারেনি। এই ধরনের প্রতিযোগিতায় যেটা সব থেকে বেশি দরকার। আমি নিজেও অনেক নীচের দিকে নামি।”
তবে হারলেও বোলারদের কৃতিত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। বলেছেন, “বোলাররা খুব ভাল কাজ করেছে। কিন্তু আমরা বেশ কিছু ফিল্ডিং মিস করেছি, যে কারণে অতিরিক্ত ১৫-২০ তুলতে পেরেছে প্রতিপক্ষ। ব্যাট করার সময়ও আমরা দাপট দেখাতে চেয়েছিলাম। কিন্তু এই উইকেট বড় শট মারার পক্ষে উপযুক্ত ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা এমন লেংথে বল করছি যেখানে শট খেলা কঠিন হয়ে পড়েছিল। তার উপর অনেক ক্যাচও আমরা ফেলেছি। তবে টি-টোয়েন্টি ম্যাচগুলি এরকমই। বোলার বা ব্যাটার কাউকেই আজকের ম্যাচের জন্য দোষ দিতে চাই না।”