টসে হেরে কী বললেন কোহলী ছবি: টুইটার থেকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টস ভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক বিরাট কোহলীর। টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে ভারতকে। পাকিস্তান ম্যাচের পরে ছ’দিনের বিরতি পেয়েছে ভারত। এই বিরতি একটু বেশি বলেই মনে করেন ভারত অধিনায়ক।
টস হেরে কোহলী বলেন, ‘‘আমরাও টসে জিতলে প্রথমে বল করতাম। এ বার বোলারদের জন্য একটু বেশি রান রাখতে হবে ব্যাটারদের। মাঝের বিরতি একটু বেশি লম্বা। কিন্তু দল নিজেদের গুছিয়ে নিয়েছে।’’
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দলে দু’টি বদলের কথা বলেন ভারত অধিনায়ক। কোহলী জানান, সূর্যকুমার যাদবের কোমরে ব্যথা থাকায় ঈশান কিশন দলে এসেছেন। তিনি উপরের দিকে ব্যাট করবেন। ভুবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে হারের পরে নিউজিল্যান্ড ম্যাচ কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচ জিতলে তবেই বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে থাকবেন কোহলীরা। এখন দেখার কোহলীরা শুরুটা কেমন করেন।