T20 World Cup 2021

T20 World Cup 2021: তিন উইকেট নয়, বিশ্বকাপে ভারতকে হারিয়ে সব থেকে বেশি গর্বিত ম্যাচের সেরা শাহিন

ভারতের প্রধান তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন। কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানকে দুই ওপেনার জেতালেও ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হল শাহিন শাহ আফ্রিদিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ২৩:১৭
Share:

ম্যাচের সেরা শাহিন ছবি রয়টার্স

ভারতের প্রধান তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন। কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানকে দুই ওপেনার জেতালেও ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হল শাহিন শাহ আফ্রিদিকে। ভারতের দুই ওপেনার ছাড়াও বিরাট কোহলীকে ফিরিয়েছিলেন শাহিন।

Advertisement

ম্যাচের পর তিনি বললেন, “এই প্রথম বার আমরা ভারতকে বিশ্বকাপে হারালাম। এর থেকে গর্বের কিছু হয় না। আমরা জানতাম যে শুরুর দিকে উইকেট পেলে খুব ভাল হবে। সেটাই হয়েছে। যতটা বেশি সম্ভব এই উইকেট থেকে সুইং পেতে চেয়েছিলাম। এই পিচে পরপর উইকেট তোলা অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু আমি সেটাই করতে চেয়েছি। নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছি আজ।”

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শাহিনের সংযোজন, “আমার মতে, নতুন বলে আজ খেলা কঠিন ছিল। তাই বাবর এবং রিজওয়ানের ধন্যবাদ প্রাপ্য। এই বিশ্বকাপে সব দেশই কঠিন। আশসা করব বাকি প্রতিযোগিতাতেও এই ছন্দ ধরে রাখতে পারব আমরা। ফাইনালে ওঠাই আমাদের প্রধান লক্ষ্য।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement