শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে হেরে হতাশ বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লা ছবি: টুইটার থেকে।
প্রথম ম্যাচে হারতে হয়েছে শ্রীলঙ্কার কাছে। ভাল জায়গায় থেকেও সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে। ম্যাচ হেরে সেই সুযোগ নষ্ট করাকেই দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লা।
শ্রীলঙ্কার কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে মাহমুদুল্লা বলেন, ‘‘আমরা ভেবেছিলাম ১৭১ যথেষ্ট রান। লিটন ও নইম শুরুটা ভাল করেছিল। নইম ধরে খেলেছে। মুশফিকুর দারুণ ব্যাট করেছে। ১০ ওভার পর্যন্ত আমরা খেলায় ছিলাম। কিন্তু তার পরে কিছু ভুল হয়েছে।’’
পরের ম্যাচে ভুল শুধরে নিতে চান বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘‘আইপিএল দেখে মনে হয়েছিল এক জন অতিরিক্ত স্পিনার থাকলে ভাল হত। তাই সেই দল আমরা খেলিয়েছি। স্পিনাররা ভাল বল করেছে। কিন্তু কয়েকটি সুযোগ নষ্ট করেছি। আমাদের ব্যাটিং দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’’
শারজায় প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ। অর্ধশতরান করেন মহম্মদ নইম ও মুশফিকুর রহিম। জবাবে ব্যাট করতে নেমে সাত বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। দলের হয়ে চারিথ আসালঙ্কা করেন অপরাজিত ৮০ রান। ৫৩ রান করে তাঁকে সঙ্গ দেন ভানুকা রাজাপক্ষ।