Neeraj Chopra

Neeraj Chopra: অলিম্পিক্সে সোনাজয়ী নীরজকে এক কোটি টাকা দিল ধোনির সিএসকে

কথা রাখল চেন্নাই সুপার কিংস। ঘোষণামতোই অলিম্পিক্সে ভারতের সোনাজয়ী নীরজ চোপড়ার হাতে এক কোটি টাকা তুলে দিল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৭:৫৭
Share:

বিশেষ জার্সি পেলেন নীরজ। ছবি টুইটার

কথা রাখল চেন্নাই সুপার কিংস। ঘোষণামতোই অলিম্পিক্সে ভারতের সোনাজয়ী নীরজ চোপড়ার হাতে এক কোটি টাকা তুলে দিল তারা। সঙ্গে দেওয়া হল একটি বিশেষ জার্সিও, যেখানে সংখ্যার জায়গায় অলিম্পিক্সে নীরজের ছোড়া জ্যাভলিনের দূরত্ব লেখা রয়েছে।

Advertisement

রবিবার দিল্লিতে গিয়ে নীরজের হাতে জার্সি এবং চেক তুলে দেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন। চেন্নাইয়ের পাশাপাশি নীরজও সেই ছবি টুইটারে পোস্ট করেন। নীরজ ছবির ক্যাপশনে লেখেন, ‘এই সমর্থন এবং পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে। গত দু’মাসে খুব পরিশ্রম গিয়েছে। অনেক নতুন জিনিসের অভিজ্ঞতা রয়েছে। সোনা জেতার পর এত ভালবাসা পাব, স্বপ্নেও ভাবিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত। আরও ভাল ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করব’।

অলিম্পিক্সে দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন নীরজ। অ্যাথলেটিক্সে এটাই দেশের প্রথম পদক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement