প্রত্যয়ী ফিঞ্চ। ছবি টুইটার
টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হলেও এখনই দমতে রাজি নন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাঁর মতে, প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে অস্ট্রেলিয়ার। আপাতত পরের দু’টি ম্যাচে জেতার দিকে নজর দিচ্ছেন তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয় পেলেও ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। সেই প্রসঙ্গে বলেছেন, “এ রকম এক-একটা রাত মাঝে মধ্যে আসে। ওরা শুরু থেকেই আমাদের শাসন করেছে। প্রতি বার মনে হয়েছে আমরা একটু জুটি তৈরি করতে চলেছি, প্রতি বারই সেটা ভেঙে গিয়েছে। একের পর এক উইকেট হারিয়েছি। হয়তো এই উইকেটে ১৫০ তুলে দিলে আরও বেশি লড়তে পারতাম।”
এরপরেই ফিঞ্চের সংযোজন, “কিছু দিন আগে পর্যন্তও টি-টোয়েন্টিতে আমরা এক নম্বর দল ছিলাম। এখনও এই ফরম্যাটে আমরা বিশ্বের অন্যতম সেরা দল। অনেকেই আমাদের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের সাধারণ দল মনে করতে চাইলে করতেই পারেন।”
দলে অ্যাশটন আগারকে নেওয়ার সিদ্ধান্ত যে কাজে লাগেনি, এটা মেনে নিয়েছেন ফিঞ্চ। বলেছেন, “ভেবেছিলাম বিপক্ষের ওপেনারদের চাপে ফেলতে পারবে ও। এর আগে ও কিন্তু সাফল্য পেয়েছে। পাওয়ার প্লে হোক বা মাঝের ওভার, ওকে যখন খুশি বল করানো যায়।”
শেষ দুই ম্যাচে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে অস্ট্রেলিয়াকে। তবে কাজটা যথেষ্টই কঠিন। কারণ সাম্প্রতিক অতীতে দু’দলের কাছেই সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া।