হার্দিক কবে বল করবেন? ফাইল ছবি
নিউজিল্যান্ড ম্যাচে ক্রমশ বাড়ছে হার্দিক পাণ্ড্যের বল করার সম্ভাবনা। বৃহস্পতিবার অনুশীলনে তাঁকে পুরোদমে বল করতে দেখা গিয়েছে। বুধবারও তিনি বোলিং করেছিলেন। তবে মিনিট দশেকের বেশি হাত ঘোরাতে পারেননি। কিন্তু বৃহস্পতিবার সেই মেয়াদ ছিল অনেকটাই। বোর্ডের অন্দরমহলের খবর, হার্দিকের উন্নতি দেখে খুশি দল পরিচালন সমিতি।
সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, আগে বোলিং করতে গেলে হার্দিকের পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু সেই সমস্যা এখন প্রায় নেই। ওই সূত্রের কথায়, “আইপিএল-এর শুরুর দিকেও ও নেটে বোলিং করেছে। কিন্তু ক্রমশ ওর পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছিল। তাই ওকে বিশ্রামে পাঠানো হয়। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচে তাই খেলেনি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার কিছু ছবি নেটমাধ্যমে পোস্ট করে বোর্ড। সেখানে একটি ছবিতে হার্দিককে ব্যাট করতে এবং দুটি ছবিতে বোলিং করতে দেখা গিয়েছে। তার মধ্যে একটি ছবিতে হার্দিকের পিছনে শ্যেন দৃষ্টিতে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, মেন্টর মহেন্দ্র সিংহ ধোনি এবং কোচ রবি শাস্ত্রীকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে।
সূত্রের সংযোজন, “বুধবার বোলিং করার পর ব্যাট করতে এসে যে ভাবে পুল করছিল সেটা দেখে বোঝা গিয়েছে ওর পিঠের সমস্যা আর নেই। পিঠে অত্যধিক চাপ দিলে সাধারণত পেশি শক্ত হয়ে যায়। তখন এই শট খেলা যায় না। এখন যখন ও এই শট মারছে, তার মানে বোলার হার্দিককে দেখার অপেক্ষাও কমছে। অধিনায়কেরও চাপ কমল।”