দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় পেয়ে গেল অস্ট্রেলিয়া। ছবি টুইটার
হাড্ডাহাড্ডি ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় পেয়ে গেল অস্ট্রেলিয়া। রানে ফিরলেন স্টিভ স্মিথ।
টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত কাজে লেগেছিল অস্ট্রেলিয়ার। আবু ধাবির মন্থর পিচে দক্ষিণ আফ্রিকাকে নির্ধারিত ওভারে মাত্র ১১৮ রানে বেঁধে রেখেছিল তারা। অস্ট্রেলিয়ার জোরে বোলার এবং স্পিনার প্রত্যেকেই সফল হয়েছেন। মিচেল স্টার্ক, জশ হেজলউডের পেসাররা যেমন দু’টি করে উইকেট নিয়েছেন, তেমনই গ্লেন ম্যাক্সওয়েল (১-২৪) এবং অ্যাডাম জাম্পাও (২-২১) উইকেট নিয়েছেন এবং মাঝের ওভারগুলিতে রান আটকাতে সাহায্য করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান এডেন মার্করামের (৪০)। তেম্বা বাভুমা (১২), কুইন্টন ডি’কক (৭), রাসি ভ্যান ডার ডুসেনের (২) মতো প্রথম সারির ক্রিকেটাররা ব্যর্থ।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (০) হারায় অস্ট্রেলিয়া। আইপিএল-এ ব্যর্থ ডেভিড ওয়ার্নার তিনটি চার মেরে ভালই শুরু করেছিলেন। কিন্তু অনরিখ ক্লাসেনের দুরন্ত ক্যাচে ফিরতে হল তাঁকে। চারে নেমে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও অর্ধশতরান করেছিলেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাঁর ছন্দ অব্যাহত। তবে স্মিথ (৩৫) এবং ম্যাক্সওয়েল (১৮) পরপর ফেরায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে লক্ষ্যমাত্রা কম থাকায় ম্যাচ জিততে অসুবিধা হয়নি। দলকে জিতিয়ে দেন মার্কাস স্টয়নিস (অপরাজিত ২৪) এবং ম্যাথু ওয়েড (অপরাজিত ১৫)।