আফগানিস্তানকে জেতালেন রশিদ, মুজিব। ছবি টুইটার
রশিদ খান এবং মুজিব উর রহমান। দুই স্পিনারের দাপটে বিশ্বকাপের দুর্দান্ত শুরু করল আফগানিস্তান। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারিয়ে দিল স্কটল্যান্ডকে। সোমবার শারজায় তারা ১৩০ রানে জিতেছে। দুই স্পিনার মিলেই স্কটল্যান্ডের ৯টি উইকেট তুলেছেন।
টসে জিতে ব্যাটিং নেওয়ার পর শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে আফগানিস্তান। হাত খুলে মারতে থাকেন দুই ওপেনার হজরতুল্লা জাজাই এবং মহম্মদ শেহজাদ। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ২২ রানে ফিরে যান শেহজাদ। দশম ওভারে ফেরেন জাজাইও (৪৪)। এরপরে দলের রান তোলার দায়িত্ব নেন রহমতুল্লা গুরবাজ এবং নাজিবুল্লা জাদরান। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন। গুরবাজের ৩৭ বলে ৪৬ রানের ইনিংসে রয়েছে চারটি ছয়। জাদরান ৩৪ বলে ৫৯ রানের ইনিংসে পাঁচটি চারের পাশাপাশি তিনটি ছয় মারেন। নির্ধারিত ওভারে ১৯০-৪ তোলে আফগানিস্তান।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্কটল্যান্ড। মুজিব উর রহমান এবং রশিদ খানের স্পিনের জাল কেটে বেরোতে পারেননি। স্কটল্যান্ডের মাত্র তিন ব্যাটার দু’অঙ্কের রান করেছেন। ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মুজিব। রশিদ ৯ রানে ৪ উইকেট নিয়েছেন।