প্রয়াত মোহন সিংহ ছবি টুইটার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের ম্যাচ হয়ে যাওয়ার পরেই আচমকা তৈরি হল বিতর্ক। ম্যাচ শেষ হওয়ার পর জানা গেল, আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ নির্মাতা ভারতীয় মোহন সিংহ মারা গিয়েছেন। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি, যা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।
সংবাদ সংস্থাকে আমিরশাহি ক্রিকেটের এক কর্মী বলেছেন, সম্পূর্ণ ঘটনা দ্রুতই প্রকাশ করা হবে। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি। মোহন অসুস্থ ছিলেন কি না বা কোনও রোগে ভুগছিলেন কি না তা জানা যায়নি।
ভারতের প্রাক্তন পিচ নির্মাতা দলজিৎ সিংহের সঙ্গে মোহালিতে অনেক দিন কাজ করেছেন মোহন। গত দশকের শুরুর দিকে আমিরশাহিতে চলে যান মোহন। দলজিৎ সংবাদ সংস্থাকে বলেছেন, “ও যখন আমার কাছে এসেছিল, তখনই বুঝেছিলাম খুব পরিষ্কার মাথা ওর। প্রতিভাবান এবং কঠোর পরিশ্রমী। গাঢ়ওয়ালের ছেলে ছিল এবং আমার পরিবারের একটা অংশ হয়ে গিয়েছিল। আমিরশাহিতে যাওয়ার পর দেশে ফিরলেই আমার সঙ্গে দেখা করত। কিন্তু অনেক দিনই ওর সঙ্গে দেখা হয়নি। ওর মৃত্যুর ঘটনা মর্মান্তিক।”