T20 World Cup 2021

T20 World Cup 2021: বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল বিরাট কোহলীদের, সোমবার নিয়মরক্ষার ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে

নামিবিয়াকে হারালেও পয়েন্টের বিচারে শেষ চারে যাওয়ার আশা নেই ভারতের। টি২০-তে অধিনায়ক হিসাবে শেষ টুর্নামেন্ট থেকেও খালি হাতে ফিরতে হল কোহলীকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ১৮:৩২
Share:

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় কোহলীদের। ছবি: টুইটার থেকে।

বিশ্বকাপ থেকে বিদায় বিরাট কোহলীদের। সোমবার নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। সেই ম্যাচে জিতলেও পয়েন্টের বিচারে শেষ চারে যাওয়ার আশা আর নেই ভারতের। টি২০-তে অধিনায়ক হিসাবে নিজের শেষ টুর্নামেন্ট থেকেও খালি হাতে ফিরতে হল কোহলীকে

Advertisement

চাপের ম্যাচে ভেঙে পড়ল আফগানিস্তান। আবু ধাবিতে দুপুরের খেলায় টসে জিতে ব্যাট নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। কিন্তু যে পরিকল্পনা নিয়ে তিনি ব্যাট নিয়েছিলেন তা কাজে এল না। শুরু থেকেই নিয়ন্ত্রিত বল করলেন টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা। এক মাত্র নাজিবুল্লাহ জাদরান ছাড়া কেউ রান পেলেন না। ৪৮ বলে ৭৩ করেন জাদরান। ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ৩টি ও সাউদি ২টি উইকেট নেন।

Advertisement

দাপট দেখালেন নিউজিল্যান্ডের বোলাররা ছবি: টুইটার

রান তাড়া করতে নেমে কোনও তাড়াহুড়ো দেখা গেল না কিউয়ি ব্যাটারদের মধ্যে। হিসাব কষে খেললেন তাঁরা। পাওয়ার প্লে-র মধ্যে রশিদ খান বল করতে না আসায় খানিক সুবিধা হল তাঁদের। ড্যারিল মিচেল আউট হওয়ার পরে দলের দুই অভিজ্ঞ ব্যাটার মার্টিন গাপ্টিল ও কেন উইলিয়ামসন জুটি বাঁধেন। ধীরে ধীরে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন তাঁরা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বল করতে এসে অবশ্য সেই জুটি ভাঙেন রশিদ। ২৮ রানের মাথায় গাপ্টিলকে বোল্ড করেন তিনি। এর সঙ্গেই টি২০-তে ৪০০ উইকেটের মালিক হলেন এই লেগ স্পিনার। গাপ্টিল আউট হওয়ার পরে রানের গতি কিছুটা কমে নিউজিল্যান্ডের। কিন্তু লক্ষ্য কম থাকায় খুব বেশি সমস্যা হয়নি। স্বভাবসিদ্ধ ঠান্ডা মাথায় খেললেন অধিনায়ক উইলিয়ামসন। খারাপ হলে বাউন্ডারি এল। অনেক চেষ্টা করেও আর উইকেট তুলতে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতে উইকেটে ম্যাচ জিতে যান উইলিয়ামসনরা। অধিনায়ক নিজে ৪০ করেন রান। অন্য দিকে ডেভন কনওয়ে ৩৬ করে অপরাজিত থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement