Big Bash League

Australia Cricket: করোনার থাবায় সহকারি কোচকে নেমে পড়তে হল উইকেটরক্ষা করতে

খেলোয়াড় হিসেবে দলে ছিলেন না। কিন্তু দলের মুখরক্ষা করতে গিয়ে সহকারী কোচকে প্যাড-গ্লাভস করে উইকেটরক্ষা করতে নেমে পড়তে হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৬:৪৪
Share:

জে লেন্টন। ছবি টুইটার

খেলোয়াড় হিসেবে দলে ছিলেন না। ফলে খেলার কোনও কথাও ছিল না। কিন্তু দলের মুখরক্ষা করতে গিয়ে সহকারী কোচকে প্যাড-গ্লাভস করে উইকেটরক্ষা করতে নেমে পড়তে হল। কারণ, নিয়মিত উইকেটরক্ষক কোভিডে আক্রান্ত হয়েছেন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল)।

Advertisement

বুধবার বিবিএল-এ সেমিফাইনাল খেলা ছিল সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে। কিন্তু ম্যাচের আগে সিডনির উইকেটরক্ষক জস ফিলিপের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। বদলি উইকেটরক্ষক হিসেবে কাউকে না পাওয়ায় সিডনি বাধ্য হয় তাদের সহকারী কোচ জে লেন্টনকে উইকেটরক্ষক হিসেবে নামাতে।

৩১ বছর বয়সী লেন্টন সিডনি সিক্সার্সের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার আগে বিবিএল-এ সিডনি থান্ডারের হয়ে খেলেছেন। কিছুটা হলেও বিস্মিত লেন্টন। বলেন, ‘‘বেশ ভাল লাগল। সহকারী কোচকে খেলতে নামতে হল! দুপুর একটার সময় জানতে পারলাম আমাকে খেলতে হবে।’’

Advertisement

নিয়মিত উইকেটরক্ষককে না পেয়েও সি়ডনির অবশ্য জিততে কোনও অসুবিধে হয়নি। তারা ৪ উইকেটে হারায় অ্যাডিলেডকে। প্রথমে ব্যাট করে অ্যাডিলেড ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তোলে। শেষ বলে জেতে সিডনি। তারা ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। লেন্টনকে তেমন কিছু করতে হয়নি। ক্যাচ, বা স্টাম্প তিনি করেননি। ব্যাট করতে নেমে একটিও বল তাঁকে খেলতে হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement