India Vs Bangladesh

২৯৭ রান তুলেও বোলারদের ১৭০ রানের লক্ষ্য দিয়েছিলেন সূর্যকুমার! চ্যালেঞ্জ নিয়ে সফল বিশ্নোইয়েরা

বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদের ২২ গজে বড় রান তুলেও বোলারদের স্বস্তিতে থাকতে দেননি সূর্যকুমার। ধারাবাহিকতা এবং অভ্যাস বজায় রাখতে লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১৫:০১
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ২৯৭ রান করেছিল ভারতীয় দল। তবু, ভারতের ইনিংস শেষ হওয়ার পর দলের বোলারদের ১৭০ রানের লক্ষ্য দিয়েছিলেন অধিনায়ক সূর্য়কুমার যাদব। বিরতিতে পরিষ্কার বলে দিয়েছিলেন প্রতিপক্ষকে ১৭০ রানের মধ্যে আটকে রাখতে হবে।

Advertisement

স্কোর বোর্ডের দিকে তাকিয়ে দলের বোলারেরা যাতে আত্মতুষ্ট হয়ে না পড়েন, তা নিশ্চিত করতে শনিবার তাঁদের লক্ষ্য স্থির করে দেন সূর্যকুমার। যথেষ্ট রান হাতে থাকলেও রবি বিশ্নোই, মায়াঙ্ক যাদব, বরুণ চক্রবর্তীদের ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। হায়দরাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশকে ১৬৪ রানে আটকে দিয়ে অধিনায়কের দেওয়া চ্যালেঞ্জের সফল মোকাবিলা করেছেন ভারতীয় বোলারেরা।

ম্যাচের পর বিশ্নোই বলেছেন সূর্যকুমারের দেওয়া চ্যালেঞ্জের কথা। তরুণ লেগ স্পিনার বলেছেন, ‘‘আমরা বল করতে নামার আগেই সূর্যকুমার বলেছিল, মাথায় প্রায় ৩০০ রানের কথা না রাখতে। বলেছিল, ‘১৬০-১৭০ রান হাতে আছে মনে করে বল করতে হবে। কম রানের মধ্যে প্রতিপক্ষকে আটকে রাখার অভ্যাস তৈরি করতে হবে।’ কখনও এমন পরিস্থিতি হলে যাতে আমরা সমস্যায় না পড়ি, সে জন্যই নির্দেশ দেওয়া হয়েছিল। বলতে পারেন, আমরা প্রস্তুতি হিসাবে দেখতে চেয়েছিলাম। পিচ ব্যাটিং সহায়ক ছিল। তবু আমরা চেষ্টা করতে চেয়েছিলাম।’’

Advertisement

দলের আগ্রাসী মনোভাব নিয়ে বিশ্নোই বলেছেন, ‘‘দলের প্রায় সবাই নতুন প্রজন্মের। পার্থক্যটা সকলে দেখতে পাচ্ছেন। জেতার জন্য ওদের ২৯৮ রান করতে হত। তবু আমরা বল হাতে আগ্রাসী থাকতে চেয়েছিলাম। ১৬০ রানের মধ্যে অল আউট করাই ছিল লক্ষ্য। শীর্ষে থাকাই সব নয়। জায়গাটা ধরে রাখাই আসল আমাদের কাছে।’’

বিশ্নোই জানিয়েছেন ভারতের নতুন এই দল অতীত নিয়ে মাথা ঘামায় না। তিনি বলেছেন, ‘‘এই ভারতীয় দলটা তরুণ। আমাদের বলে দেওয়া হয়েছে, প্রতিটি দিন নতুন দিন। আগের ম্যাচ শেষ হয়ে গিয়েছে মানে, ওটা শেষই। সেটা আঁকড়ে থাকলে হবে না। নতুন ম্যাচ, আবার নতুন করে চেষ্টা করতে হবে।’’ অর্থাৎ, যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। যাই হোক, সেটা নিয়ে আর ভাবার দরকার নেই। প্রতিটি ম্যাচ নতুন এবং আলাদা। সে ভাবেই ক্রিকেটারদের ভাবাতে চাইছেন কোচ গৌতম গম্ভীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement