তিনটি দলকে সমীহ করার পরামর্শ রায়নার ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে এগিয়ে রেখেছেন দেশ-বিদেশের অনেক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার। কিন্তু তিনটি দল ভারতকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।
ভারতের প্রাক্তন বাঁ-হাতি ক্রিকেটারের মতে ভারতের সবথেকে কঠিন প্রতিপক্ষ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার এক সংবাদমাধ্যমকে রায়না বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের ১০ নম্বর পর্যন্ত ব্যাটার রয়েছে। বেশ কিছু ব্যাটার সহজেই ছক্কা মারতে পারেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল কোহলীদের। তাই ওদের সামনে পড়লে ভারতকে সতর্ক থাকতে হবে।’’
ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আরও যে দু’টি টিমকে রায়না সমীহ করছেন তারা হল আফগানিস্তান ও শ্রীলঙ্কা। দু’টি দলেই বেশ কয়েক জন বিশ্বমানের স্পিনার রয়েছেন। রায়না বলেন, ‘‘আফগানিস্তান ও শ্রীলঙ্কার কথা কেউ বলছে না। কিন্তু কুড়ি বিশের খেলায় আফগানরা কতটা শক্তিশালী সেটা সবাই জানে। শ্রীলঙ্কা দলেও ভাল স্পিনার আছে। কয়েক মাস আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে হারতে হয়েছে ভারতকে। তাই ওদের বিরুদ্ধেও কোহলীদের পরিকল্পনা করে খেলতে হবে।’’
এ বারের বিশ্বকাপে ভারতের গ্রুপেই রয়েছে আফগানিস্তান। ৩ নভেম্বর মুখোমুখি হবে দু’দল। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা অন্য গ্রুপে থাকলেও তারা সেমিফাইনালে উঠলে ভারতের সামনে পড়তে পারে। তাই আগে থেকে সতর্ক করছেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য।