ম্যাচের এক দিন আগে দল ঘোষণা করল পাকিস্তান ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামার এক দিন আগেই ১২ জনের দল ঘোষণা করল পাকিস্তান। অর্থাৎ এখনও প্রথম এগারো ঘোষণা করেনি বাবর আজমের দল। রবিবার ম্যাচের আগে প্রথম এগারো ঘোষণা করতে পারে তারা।
ভারতের বিরুদ্ধে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল করেছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ছাড়া সেই দলে রয়েছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার। সেই সঙ্গে দলে রয়েছেন ফখর জামান, আসিফ আলির মতো মারকুটে ব্যাটার। উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ান। অর্থাৎ সরফরাজ আহমেদ জায়গা পাননি দলে। অলরাউন্ডার হিসাবে রয়েছেন ইমাদ ওয়াসিম, শাদাব খান।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দলের বোলিং বিভাগও বেশ শক্তিশালী। হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফকে জায়গা দেওয়া হয়েছে। তরুণ হায়দার আলিকেও রাখা হয়েছে প্রথম বারোতে। তিনি চমক হয়ে উঠতে পারেন ভারতের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুবাইয়ে মুখোমুখি হবে দু’দল।