সুপার সপার প্রতীকী চিত্র
বৃষ্টির নামগন্ধ নেই। বর্ষা চলে গিয়েছে মাস তিনেক হয়ে গেল। তবু রাঁচিতে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখা গেল ‘সুপার সপার’-এর দাপাদাপি।
তখন নিউজিল্যান্ড ব্যাট করছিল। হঠাৎই দেখা যায়, মাঠে জল নিংড়ে বার করার জন্য সুপার সপার ঢুকে পড়েছে। তবে কি বৃষ্টি নামল? দেখা গেল সুপার সপারের চাকা ভিজে সপসপ করছে।
পুরোটাই শিশিরের মোকাবিলা করার জন্য। এমনিতে গোটা সিরিজেই শিশিরের চোখ-রাঙানি রয়েছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রায় সব ম্যাচেই দেখা গিয়েছে ব্যাট-বল ছাপিয়ে ম্যাচের তফাৎ গড়ে দিয়েছে শিশির। কিন্তু যেখানে বৃষ্টির বিন্দুমাত্র চিহ্ন নেই, সেখানে খেলা চলাকালীন শুধু শিশিরের জল মোছার জন্য মাঠে এ ভাবে সুপার সপারের ব্যবহার দেখা যায়নি।
শিশিরের জন্য বল ভিজে যাওয়ায় ক্যাচ পড়েছে, নো-বলও হয়েছে। একাদশ ওভারে সহজ ক্যাচ ফস্কান ভেঙ্কটেশ আয়ার। ১৭তম ওভারে হর্শাল পটেলের বল ‘নো’ হয়েছে। উইরেটের পিছনে ঋষভ পন্থ বার বার আছাড় খেয়েছেন।