WTC Final 2023

আইপিএলের জন্যই টেস্ট বিশ্বকাপে সমস্যায় পড়তে পারেন রোহিতরা! আশঙ্কা গাওস্করের

৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবে ভারত। সেখানে সমস্যায় পড়তে পারেন রোহিতরা। তার কারণ নাকি আইপিএল। এমনটাই মনে করেন সুনীল গাওস্কর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৭:৫১
Share:

রোহিত শর্মার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত। —ফাইল চিত্র

আইপিএলের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সমস্যায় পড়তে পারে ভারত। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর মতে, টি-টোয়েন্টি থেকে সরাসরি টেস্টের মানসিকতায় যাওয়া একটু সমস্যা। ভারতের প্রায় সব ক্রিকেটারই আইপিএলে খেলেছেন। তাই বিরাট কোহলি, রোহিত শর্মাদের টেস্ট খেলতে সমস্যা হতে পারে বলে মনে করেন তিনি।

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটারদের সব থেকে বড় চ্যালেঞ্জ নিজেদের সঙ্গে। ওদের তাড়াতাড়ি টি-টোয়েন্টি থেকে টেস্টের মানসিকতায় ফিরতে হবে। বদলটা সহজ নয়। কিন্তু সেটা ওদের করতেই হবে। নইলে সমস্যায় পড়বে দল।’’

সেই তুলনায় অস্ট্রেলিয়ার সমস্যা কম বলে মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার আইপিএলে খেলেনি। ওরা আগে থেকেই অনুশীলন শুরু করেছে। তাই মানসিক ভাবে টেস্টের প্রস্তুতি নিয়ে খেলতে নামবে ওরা। বিরাট, রোহিতদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে মানসিক ভাবে তৈরি করে ফেলতে হবে।’’

Advertisement

গাওস্করের মতে ইংল্যান্ডের পরিবেশে ভারতের তুরুপের তাস হতে পারেন চেতেশ্বর পুজারা। কারণ, সেখানে কাউন্টি খেলছেন তিনি। গাওস্কর বলেন, ‘‘একমাত্র পুজারা ইংল্যান্ডে অনেক দিন ধরে খেলছে। ওখানকার পরিবেশ সম্পর্কে ভাল ধারণা আছে ওর। তাই পুজারা বাকিদের সাহায্য করতে পারবে। বিরাট, কোহলিদের দলের তুরুপের তাস হতে পারে পুজারা। ওর মতামত ভারতীয় দলকে নিতে হবে।’’

৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত। আগের বার নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল বিরাট, রোহিতদের। তাই এ বার জিততে মরিয়া তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement