গাওস্করের মতে ভারতের তুরুপের তাস হর্ষল পটেল ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপে হর্ষল পটেল হয়ে উঠতে পারেন রোহিত শর্মার তুরুপের তাস, এমনটাই মনে করেন সুনীল গাওস্কর। তাই তাঁকে ভারতীয় টি২০ দলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
গাওস্কর মনে করেন বৈচিত্রের কারণে অধিনায়কের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারেন হর্ষল। তিনি বলেন, ‘‘ভারতীয় দলে ভুবনেশ্বর, শামি, বুমরাহ নিশ্চয় থাকবে। সেখানে হর্ষল রোহিতের তুরুপের তাস হয়ে উঠতে পারে। কারণ ওর উপর ভরসা করা যায়। পাওয়ার প্লে, মাঝের ওভার, ডেথ ওভার, যে কোনও পরিস্থিতিতে ওকে বল দেওয়া যেতে পারে। তাই বিশ্বকাপের দলে ওকে নেওয়া উচিত।’’
২০২১ সালের আইপিএলে প্রথম বার নিজের ক্ষমতা দেখিয়েছিলেন হর্ষল। প্রতিযোগিতায় ৩২টি উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক হয়েছিলেন। ২০২২ সালের আইপিএলও ১৯টি উইকেট নিয়েছিলেন তিনি।
আইপিএলে ভাল খেলায় জাতীয় দলে সুযোগ পেয়েছেন হর্ষল। ভাল বল করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজেও ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।