উইকেট নেওয়ার পর অশ্বিন। ছবি: এএফপি
জোর বাঁচা বেঁচে গেল নিউজ়িল্যান্ড। লাঞ্চের আগের দু’ঘণ্টা অসাধারণ ব্যাটিং করার পরে ওরা হঠাৎ একটা সময় গুটিয়ে গেল। একটার পর একটা উইকেট পড়তে শুরু করল। ভারতও বুঝে যায়, নিউজ়িল্যান্ড ড্রয়ের জন্য খেলছে। যে কারণে ওরা চাপটা বাড়িয়ে যায়।
লাঞ্চের সময় অধিনায়ক অজিঙ্ক রাহানে আর কোচ রাহুল দ্রাবিড় হয়তো একটু চিন্তিত ছিল। টম লাথাম আর উইলিয়াম সমারভিল দারুণ একটা মঞ্চ তৈরি করে দিয়েছিল পরের দিককার ব্যাটারদের জন্য। কিন্তু লাঞ্চের পরে প্রথম বলেই আউট হয়ে যায় সমারভিল। উমেশ যাদবের বলে পুল করতে গিয়ে। বাউন্ডারি লাইনে দারুণ একটা ক্যাচ ধরল শুভমন গিল। এর পরে কেন উইলিয়ামসন নেমে যখন স্পিনারকে তুলে মারল, মনে হচ্ছিল, নিউজ়িল্যান্ড জয়ের জন্য ঝাঁপাবে। কিন্তু অদ্ভুত কারণে নিউজ়িল্যান্ড হঠাৎ গুটিয়ে গেল। যে কারণে ব্যাটারদের ঘিরে ফেলতে পারল রাহানে। ফিল্ডারদের কাছে নিয়ে এল। পঞ্চম দিনের উইকেট হলেও এখানে ব্যাট করা কিন্তু অসম্ভব কিছু ছিল না। কয়েকটা বল হয়তো ঘুরেছে, নিচু হয়েছে। যেটা পঞ্চম দিনের পিচে খুবই স্বাভাবিক। কিন্তু কানপুরের এই পিচ ব্যাট করার অযোগ্য হয়ে পড়েনি।
ভারতীয় স্পিনাররা সারা সময় আক্রমণ করে গিয়েছে। ব্যাটের কাছে বলটা ফেলেছে। অনেক ধৈর্য ধরে বল করেছে। যার পুরস্কার পেয়েছে পর পর উইকেট পেয়ে। যে ভাবে উইকেট পাওয়ার জন্য ওরা লড়াই করেছে, তার প্রশংসা করতেই হবে। যদিও নিউজ়িল্যান্ডের ন’উইকেট ফেলে দিয়েও শেষরক্ষা করতে পারল না ভারত। উমেশ যাদবকেও ভাল ভাবে কাজে লাগিয়েছে রাহানে। তবে ইশান্ত শর্মাকে ছন্দহীন দেখিয়েছে। হয়তো ফিল্ডিং করার সময় পাওয়া ওর আঙুলে চোটটা ইশান্তকে ভোগাচ্ছিল।
শুক্রবার থেকে শুরু মুম্বই টেস্টে দু’দলেই বেশ কয়েকটা পরিবর্তন হবে। বিরাট কোহালি দলে আসবে। কিন্তু কার জায়গায় আসবে, সেটা দেখার আগ্রহ থাকবে। নিউজ়িল্যান্ড ফিরিয়ে আনতে পারে বাঁ-হাতি পেসার নিল ওয়াগনারকে।
আরও এক বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই কিন্তু এই সিরিজ় দিয়ে শুরু হয়ে গিয়েছে ভারত-নিউজ়িল্যান্ডের। তাই কে কত পয়েন্ট পায়, তা গুরুত্বপূর্ণ হতে চলেছে। (টিসিএম)