বিশ্ব টেস্ট ফাইনালে রোহিত-কোহলিরা কী ভাবে জিততে পারেন? — ফাইল চিত্র
আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে যাবে ভারতীয় দল। ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তারা। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ়ে হারালেও ইংল্যান্ডে পরিস্থিতি অনুকূলে থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ভারতকে উপায় বাতলে দিলেন সুনীল গাওস্কর। তাঁর মতে, একমাত্র ব্যাটিংয়ের মাধ্যমেই অস্ট্রেলিয়াকে হারাতে পারে ভারত।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, “আশা করি অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়েই মাত করে দেবে ভারত। যদি ভারতের ব্যাটিং লাইন-আপ দেখেন, আট নম্বর পর্যন্ত ব্যাটার রয়েছে। আটে রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে পাঁচটা শতরান রয়েছে। ব্যাট করার পক্ষে ওভাল খুবই ভাল মাঠ। টসে জিতলে দু’দিনে বিরাট একটা স্কোর খাড়া করো। তা হলে আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে না।”
গাওস্করের সঙ্গে একমত হননি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেছেন, “জুন মাসে ওভালের উইকেটে স্পিনারদের দাপট দেখতে পাওয়া যায়। তাই আমার মতে অস্ট্রেলিয়াই এই ম্যাচে জিতবে।”
আইপিএলে পরেই এই ম্যাচ হতে চলায় ক্রিকেটারদের মানিয়ে নেওয়া একটা বড় সমস্যা। সেখানেও একটা উপায় বের করেছেন গাওস্কর। তাঁর কথায়, “আইপিএল ২৮ মে শেষ। ফাইনাল শুরু ৭ জুন। যাদের দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে না, তারা অনায়াসে আগে ইংল্যান্ডে চলে গিয়ে স্থানীয় ক্লাবগুলির বিরুদ্ধে ম্যাচ খেলতে পারে। তাতে পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে পারবে।”