India Cricket

রোহিতদের বিশ্রাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন! এ বার বিশ্রাম না দেওয়াতেও ক্ষুব্ধ গাওস্কর

নিজে এত দিন যা বলেছিলেন এ বার উল্টো কথা শোনা গেল সুনীল গাওস্করের মুখে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিশ্রাম নিয়ে সমালোচনা করা গাওস্কর এ বার ক্ষুব্ধ তাঁদের বিশ্রাম না দেওয়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৩ ১৬:২২
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) ও বিরাট কোহলি। —ফাইল চিত্র

ভারতের সিনিয়র ক্রিকেটারদের অতিরিক্ত বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। তাঁর প্রশ্ন ছিল, এত বিশ্রামের কী প্রয়োজন? অতিরিক্ত বিশ্রামের ফলেই ছন্দ হারাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু এ বার নিজের বক্তব্যের বিপরীত কথা গাওস্করের মুখে। তাঁর মতে, এক দিনের বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না রোহিত, বিরাটদের। এর ফলে তাঁরা বিশ্বকাপে শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট অবস্থায় নামতে পারবেন কি না সেই সন্দেহ রয়েছে দেশের প্রাক্তন ক্রিকেটারের।

Advertisement

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেখানে টেস্ট ও এক দিনের দলে রোহিত, বিরাটরা রয়েছেন। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে গাওস্কর বলেছেন, ‘‘ওদের বিশ্রাম দেওয়া উচিত। ১২ জুন ওরা শেষ খেলেছে। তার পর অন্তত ২০-২৫ জুলাই পর্যন্ত ওদের বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা হল না।’’

ওয়েস্ট ইন্ডিজ়ে গিয়ে টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অর্থাৎ, জুলাইয়ের শুরুতেই মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। সেই প্রসঙ্গ টেনে গাওস্কর বলেছেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ়ে গিয়ে ১-২ তারিখ মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তা হলে ওরা কত দিনের বিশ্রাম পেল? খুব বেশি হলে ২০ দিন। অন্তত ৪০ দিন বিশ্রাম দেওয়া উচিত ছিল।’’

Advertisement

গাওস্করের মতে, বিশ্বকাপে নামার আগে ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ভাবে ফুরফুরে থাকা উচিত। তবেই মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া যায়। কিন্তু রোহিতদের সঙ্গে সেটা হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি। গাওস্কর বলেছেন, ‘‘৪০ দিন ক্রিকেট থেকে বাইরে থাকলে ওরা ফুরফুরে মেজাজে বিশ্বকাপে নামতে পারত। বিশ্বকাপে ভারতীয় দলে যারা থাকতে পারে তাদের প্রতি বেশি যত্ন নিতে হবে বোর্ডকে। খেলার ধকল সামলাতে হবে। কিন্তু সেই ধরনের কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ১২ জুলাই থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ২০ জুলাই থেকে। ২৭ জুলাই, ২৯ জুলাই ও ১ অগস্ট হবে তিনটি এক দিনের ম্যাচ। ৩ অগস্ট থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ়। শেষ হবে ১৩ অগস্ট। মাঝের তিনটি ম্যাচ হবে যথাক্রম ৬, ৮ ও ১২ অগস্ট। টেস্ট ও এক দিনের দল ঘোষণা হলেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল এখনও ঘোষণা করেনি ভারত। অক্টোবর, নভেম্বর মাসে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবেন রোহিত, বিরাটরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement