ভারতের টেস্ট দল। ছবি: পিটিআই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন রবিবারই শেষ হয়ে গিয়েছে ভারতের। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে হারের পর শেষ আশাও শেষ হয়েছে। প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারল না ভারত। তবে বিদায়ের দিনই পরের টেস্ট বিশ্বকাপের সূচি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে।
পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হতে এখনও মাস ছয়েক বাকি। জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে পাঁচটি টেস্ট খেলবে তারা। প্রথম টেস্ট হেডিংলতে ২০-২৪ জুন। এর পরের টেস্টগুলি যথাক্রমে ২-৬ জুলাই (এজবাস্টন), ১০-১৪ জুলাই (লর্ডস), ২৩-২৭ জুলাই (ওল্ড ট্রাফোর্ড) এবং ৩১ জুলাই-৪ অগস্ট (ওভাল)। শেষ বার ২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজ় ২-২ ড্র করেছিল ভারত।
দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে তারা। সূচি ঘোষণা না হলেও সেই টেস্ট হওয়ার কথা অক্টোবরে। এর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে তারা। সেটি হওয়ার কথা নভেম্বর-ডিসেম্বরে।
২০২৬ সালে ভারত যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে অগস্ট মাসে দু’টি টেস্ট খেলবেন জসপ্রীত বুমরাহেরা। সে বছরই অক্টোবর-নভেম্বর মাসে নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারত। সেখানেও রয়েছে দু’টি টেস্ট। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০২৭ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলবে তারা। সেটি হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
অর্থাৎ, দু’বছরের চক্রে ১৮টি টেস্ট খেলবে ভারত। তবে পালাবদলের কথা মাথায় রেখে বলা যেতে পারে, পুরো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মা বা বিরাট কোহলি, কারওই খেলার সম্ভাবনা নেই। বিভিন্ন বিভাগেই আসতে পারে পরিবর্তন।