স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ আবার ভার্টিগোর সমস্যায় ভুগছেন। সোমবার ম্যাচের অনুশীলনের সময় ভার্টিগোর সমস্যার কথা জানালেন স্মিথ। এই সমস্যার সম্মুখীন এর আগেও তাঁকে হতে হয়েছে। বিশ্বকাপে মঙ্গলবার ওয়াংখেড়েতে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার খেলা। তারই মাঝে স্মিথের ফের ভার্টিগোর সমস্যা দেখা দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া শিবিরে।
স্মিথ বলেন, “বিশ্বকাপ চলার মাঝে হঠাৎ ভার্টিগো হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। আশা করছি আমি আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারব।” যদিও অনুশীলনের সময় স্মিথকে ব্যাট করতে দেখা গিয়েছিল। সেই সময় কোনও সমস্যা চোখে পড়েনি। তিনি আরও বলেন, “আশা করছি সব ঠিক হয়ে যাবে।”
এই বিশ্বকাপে স্মিথের পারফরম্যান্স তেমন আহামরি নয়। সাত ম্যাচে মাত্র ২০৫ রান করেছেন। মাত্র একটি হাফ সেঞ্চুরি। গড় ২৯.২৮। স্ট্রাইক রেট ৮৬.১৩। বর্তমানে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তাদের সংগৃহীত পয়েন্ট ১২। আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেই সেমিতে স্থান প্রায় পাকা করে ফেলবেন স্মিথরা।