আফগানিস্তান দলের সঙ্গে সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।
বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে এখনও টিকে আছে আফগানিস্তান। নেদারল্যান্ডসের পর অস্ট্রেলিয়াকে হারানোর জোর প্রস্তুতি নিচ্ছেন রশিদ খানের দল। আগামী ৭ নভেম্বর আফগানিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।খেলা হবে ওয়াংখেড়েতে। তারই মাঝে সচিন তেন্ডুলকর এলেন আফগানিস্তান শিবিরে।
আফগান খেলায়াড়দের সঙ্গে কথা বলেন সচিন। তাঁদের আরও সফল ভাবে এগিয়ে চলার সাহস জোগান। সকলে আপ্লুত সচিনকে নিজেদের মাঝে পেয়ে।
আফগানিস্তান দলের সঙ্গে সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।
এ বারের বিশ্বকাপে বড় চমক আফগানিস্তান। ভারতের মাটিতে আফগানিস্তান অসাধারণ খেলছে। এখনও পর্যন্ত তারা সাতটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। মোট ৮ পয়েন্ট তারা সংগ্রহ করেছে।
ধারাবাহিক ভাবে ভাল খেলছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে তারা। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের কাছে এখনও সুযোগ আছে ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার। সেটা হলে তবেই আফগানিস্তান সেমিফাইনালে উঠতে পারবে। অন্য দিকে, অস্ট্রেলিয়া ১০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার পরে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আফগানিস্তানের শেষ খেলা ১০ নভেম্বর।