Eden Gardens

ইডেনে ভারত-ইংল‍্যান্ড ম‍্যাচে শিশিরের মোকাবিলা করতে বিশেষ স্প্রে

ইডেনে বাইশ গজ কি তাঁকে সাহায্য করবে? যদিও এটা টি-টোয়েন্টি ম্যাচ। পেস-সহায়ক পিচ তৈরি করলে রান উঠবে না। ব্যাটিং-সহায়ক পিচই তৈরি হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টির জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:১৫
Share:

সমস্যা তৈরি করতে পারে শিশির। —ফাইল চিত্র।

ইডেনের পিচ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের। ১৪ মাস পরে ঘরের মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মহম্মদ শামি। ইডেনে বাইশ গজ কি তাঁকে সাহায্য করবে? যদিও এটা টি-টোয়েন্টি ম্যাচ। পেস-সহায়ক পিচ তৈরি করলে রান উঠবে না। ব্যাটিং-সহায়ক পিচই তৈরি হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টির জন্য।

Advertisement

সমস্যা তৈরি করতে পারে শিশির। ইডেনের মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রত্যেক দিনই শিশির পড়ছে। কোনও দিন বেশি, কোনও দিন কম। ২২ জানুয়ারি যদি বেশি শিশির পড়ে, যারা রান তাড়া করবে তারাই বাড়তি সুবিধে পাবে।

শিশির কমানোর পদ্ধতিও রয়েছে ইডেনে। ব্যবহার করা হবে বিশেষ স্প্রে। যা ছড়িয়ে দেওয়ার পাঁচ মিনিট পরেই উধাও হয়ে যায় শিশির। এ ছাড়াও ওভারের মাঝে সুপার-সপারে দড়ি ও কাপড় বেঁধে মাঠের জল মুছে দেওয়া হবে। ক্রিকেটীয় ভাষায় যা বলাহয় ‘রোপিং’।

Advertisement

ইডেনের এক মাঠকর্মী বলছিলেন, ‘‘ব্যাটসম্যানেরা এই পিচে সাহায্য পাবেন। ১৭০ থেকে ১৮০রান উঠবেই।’’

শনিবারই কলকাতায় চলে আসছে ভারত ও ইংল্যান্ড দল। রবিবার দুপুরে ইডেনে অনুশীলন করবে ইংল্যান্ড। রাতে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement