হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।
২০২১ সালে অভিষেক পর্বেই তাঁর হাত ধরে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটানস। অধিনায়ক হার্দিক পাণ্ড্য কি এ বার দল পাল্টে ফিরতে চলেছেন নিজের পুরনো দল মুম্বই ইন্ডিয়ানসে? ১৯ ডিসেম্বর দুবাইয়ে আইপিএলের নিলাম। তার আগে ভারতীয় অলরাউন্ডারের দলবদলের সম্ভাবনা নিয়ে চর্চা তুঙ্গে।
শোনা গিয়েছে, হার্দিকের পুরনো দলে ফেরা প্রায় নিশ্চিত। তাঁকে নিতে ১৫ কোটি টাকা দিতে তৈরি মুম্বই ইন্ডিয়ানস। যদি হার্দিক ফিরে আসেন, তা হলে আইপিএলের ইতিহাসে এটাই হবে দলবদলের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক। যদিও তা নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি রোহিত শর্মার দল।
সংবাদ সংস্থা পিটিআই-কে গুজরাত দলের একটি সূত্র জানিয়েছে, ‘‘হার্দিকের আবার মুম্বইয়ে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। হতেই পারে, হার্দিক আবার পুরনো দলে ফিরে গেল। তবে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে সম্ভব নয়।’’
প্রসঙ্গত মুম্বই ইন্ডিয়ানসের হয়ে সাত মরসুম খেলেছিলেন হার্দিক। ২০২২ সালে তাঁকে ছেড়ে দেয় রোহিতের দল। তিনি দায়িত্ব নেন গুজরাত দলের এবং চ্যাম্পিয়ন হয়ে যেন পুরনো দলকেই বার্তা দিয়েছিলেন। গত বছরও ফাইনালে খেলেছিল গুজরাত। তবে হার্দিকের দলকে হারতে হয় মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে।
শোনা গিয়েছে ইংল্যান্ডের জোরে বোলার জফ্রা আর্চার-সহ সাত ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে মুম্বই। আগামী মাসের নিলামে সব কটি ফ্র্যাঞ্চাইজ়ি দলকে বাড়তি পাঁচ কোটি টাকা খরচ করার অনুমতি দিয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ফলে হার্দিক আবার পুরনো দলে ফিরলে তাঁকে কিনতে অর্থের কোনও সমস্যা হবে না মুম্বইয়ের।