বিরাট কোহলি। —ফাইল চিত্র।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রভাত জয়সূর্যের বাউন্সার সামলাতে অভিনব পন্থ নিয়েছিলেন টেম্বা বাভুমা। অনেকটা লাফিয়ে আপার কাট করে ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। বাভুমার সেই ‘স্পট জাম্প’ আপার কাটের ছবি ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। তেমনই এক বিরাট লাফ দিলেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে চলে এসেছেন বাভুমা। প্রথম ইনিংসে ৭০ এবং দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের ইনিংস খেলার সুবাদে ক্রমতালিকায় এক লাফে ১৪ ধাপ এগিয়ে এসেছেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রয়েছেন ১০ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭১৫।
অথচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেও ক্রমতালিকায় পিছিয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। পার্থে ১৬১ রানের ইনিংস খেলা যশস্বী দু’ধাপ পিছিয়ে রয়েছেন চার নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫। এক ধাপ পিছিয়ে গিয়েছেন কোহলিও। ৬৮৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ক্রমতালিকায় ১৪ নম্বরে রয়েছেন। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ। তিনি ৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান ধরে রেখেছেন।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শতরান করে হ্যারি ব্রুক উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৪। শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। তাঁর সংগ্রহে রয়েছে ৮৯৫ রেটিং পয়েন্ট। আগের মতোই তৃতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামস। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়কের সংগ্রহ ৮৩০ রেটিং পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ডারিল মিলেচ (৭৫৩)।