T20 World Cup 2024

টি২০ বিশ্বকাপে ভারতের এক ক্রিকেটারকে নিয়ে এখন থেকেই ভয়ে কাঁপছেন দক্ষিণ আফ্রিকার মিলার, কে তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৮:৩৭
Share:

ডেভিড মিলার। ছবি: এক্স (টুইটার)।

আইপিএলের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন যাঁরা সতীর্থ, ক’দিন পর তাঁদেরই দেখা যাবে প্রতিপক্ষ হিসাবে। আবার এখন যাঁরা প্রতিপক্ষ, বিশ্বকাপে তাঁরাই এক যোগে লড়াই করবেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বিশ্বকাপ নিয়ে এখন থেকে ভাবতে শুরু করে দিয়েছেন ক্রিকেটারেরা। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও সেই তালিকার বাইরে নন।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এক জন বোলারকে নিয়ে ভয়ে আছেন মিলার। তাঁর নাম যশপ্রীত বুমরা। আইপিএলে গুজরাত টাইটান্সের ব্যাটার মনে করছেন, তাঁকে সব থেকে বেশি সমস্যায় ফেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের জোরে বোলার। মিলার বলেছেন, ‘‘ভারতীয় দলে বেশ কয়েক জন দারুণ ক্রিকেটার রয়েছে। এক জন ব্যাটার হিসাবে আমার প্রধান দায়িত্ব থাকবে প্রতিপক্ষ বোলারদের মোকাবিলা করা। এই মুহূর্তে বুমরা খুব ভাল বল করছে। বেশ কয়েক বছর ধরে ও বিশ্বের অন্যতম সেরা বোলার। বুমরা আমার কাছে হুমকির মতো। শুধু আমার জন্য নয়, বিশ্বকাপের সব ব্যাটারের জন্যই বুমরা সমস্যা তৈরি করতে পারে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলার অভিজ্ঞতা কতটা সাহায্য করবে? এ নিয়ে সরাসরি কোনও উত্তর দেননি। আইপিএলের সঙ্গে বিশ্বকাপকে মেলাতে চান না তিনি। দল আলাদা এবং খেলাও হবে অন্য দেশে। আইপিএল নিয়ে মিলার বলেছেন, ‘‘এ বার আইপিএলের কয়েকটা ম্যাচে আমরা প্রচুর রান দেখেছি। কয়েকটা দল অসাধারণ ব্যাটিং করেছে। কয়েক জন ব্যাটারও দারুণ পারফর্ম করেছে আইপিএলে। তবে আমি এক জন ব্যাটারকে বিচার করি গড় দেখে। ’’ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আরও বলেছেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে আবার কাউকে শুধু গড় দেখে বিচার করা ঠিক নয়। শুরুর তিন ব্যাটারের বেশি বল খেলার সুযোগ থাকে। মিডল অর্ডারের ব্যাটারদের জন্য আবার স্ট্রাইক রেট বেশি গুরুত্বপূর্ণ।’’

Advertisement

মিলারের মতে ইমপ্যাক্ট প্লেয়ার কতটা উপযোগী হবে, তা অনেকটাই নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। তিনি বলেছেন, ‘‘ধরুন জেতার জন্য এক ওভারে ১৫ রান প্রয়োজন আছে। ইমপ্যাক্ট প্লেয়ার সেই রান তুলতে পারলে ঠিক আছে। না পারলে সেই ক্রিকেটারের ভূমিকা কী থাকে! আমার মনে হয়, ম্যাচ জেতানোর ক্ষমতা বা দক্ষতা বিচার করে দল নির্বাচন করা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement