Mark Boucher

Mark Boucher racism: ভারতের বিরুদ্ধে জিতলেও ঘোর সমস্যায় দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্যাডামসের সঙ্গে বাউচারের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এখনই তাঁকে কোচের পদ থেকে সরানো হচ্ছে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০০:০১
Share:

মার্ক বাউচার —ফাইল চিত্র

মার্ক বাউচারের বিরুদ্ধে অভিযোগ তুলল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার কোচের বিরুদ্ধে বোর্ডের অভিযোগ তাঁর আচরণ নিয়ে। বর্ণবিদ্বেষের অভিযোগ উঠছে বাউচারের বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল অ্যাডামসের সঙ্গে বাউচারের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এখনই তাঁকে কোচের পদ থেকে সরানো হচ্ছে না। বোর্ডের তরফে ইতিমধ্যেই আইনজীবী টেরি মোটাউকে এই অভিযোগের শুনানির চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত করা হয়েছে।

Advertisement

ডিসেম্বর মাসে বেশ কিছু জনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছিল এসজেএন-এর রিপোর্টে। সেখানে বাউচারের নামও ছিল। বাউচারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অ্যাডামস।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বাউচারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। এর ফলে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement