T20 World Cup 2021

T20 World Cup 2021: পয়েন্ট তালিকায় দু’য়ে, বাংলাদেশকে হারালে শেষ চারের দিকে আরও এগোবে দক্ষিণ আফ্রিকা

প্রোটিয়া শিবিরে চিন্তার কারণ ওপেনিংয়ে কুইন্টন ডি’ককের ফর্ম। এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৪:১১
Share:

ছন্দে রয়েছেন ডেভিড মিলার ছবি: টুইটার

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও তার পর দু’টি ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দু’য়ে রয়েছে তারা। মঙ্গলবার বাংলাদেশকে হারাতে পারলে শেষ চারের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন তেম্বা বাভুমারা।

Advertisement

দক্ষিণ আফ্রিকার কাছে এটাই সব থেকে ভাল সুযোগ বাংলাদেশকে হারানোর। কারণ, বিশ্বকাপের তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং সব বিভাগেই পিছিয়ে রয়েছেন মাহমুদুল্লাহরা।

অন্য দিকে শুরুতে কিছুটা নড়বড়ে দেখালেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বোলাররা ছন্দে রয়েছেন। টি২০-তে বিশ্বের সেরা বোলার তাবরেজ শামসি উইকেটের মধ্যে রয়েছেন। পেস আক্রমণও নিয়মিত উইকেট পাচ্ছে। মঙ্গলবারও বোলাররা নিজেদের ফর্ম ধরে রাখলে সেটা দলের পক্ষে ভাল।

Advertisement

প্রোটিয়া শিবিরে চিন্তার কারণ ওপেনিংয়ে কুইন্টন ডি’ককের ফর্ম। এখনও পর্যন্ত নিজের চেনা ছন্দে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর ফর্মে ফেরার সুযোগ রয়েছে। যদিও অন্য দিকে ডেভিড মিলারের ফর্ম স্বস্তি দেবে দলকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওভারে ম্যাচ জিতিয়েছেন। আগামী ম্যাচগুলিতেও তাঁকে একই ছন্দে চাইবে দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement