india cricket

India Vs South Africa: নিজেদের রোগ ধরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, চাইছে ভারত সফরে সারিয়ে ফেলতে

ভারতে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। টি২০ বিশ্বকাপের আগে এই সিরিজকে অন্য ভাবে দেখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৮:৩৩
Share:

ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপের আগে দলের রোগ ধরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। বোলিং নয়, ব্যাটিংয়েই সমস্যা মনে করছে প্রোটিয়ারা। সেই রোগ সারাতে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজকেই কাজে লাগাতে চাইছে তারা।

Advertisement

গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে টি২০ বিশ্বকাপে শেষ বার ছোট ফরম্যাটের ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। এ বার আইপিএলে বেশ কয়েক জন প্রোটিয়া ক্রিকেটার খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি তাঁরা। তাই ভারত সফরকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন বাভুমা। এই সফরেই দলের রোগ সারিয়ে ফেলতে চান তিনি। আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে সিরিজ। তার আগে বাভুমা বলেন, ‘‘এই সিরিজকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছি। বিশেষ করে দলের ব্যাটিংয়ের দিকে নজর দেব। বোলাররা তুলনামূলক ভাবে ভাল ছন্দে রয়েছে। এ বার একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপ তৈরি করতে চাই। ভারতের বিরুদ্ধে কে, কী রকম ফর্মে আছে সেটা দেখে নিতে পারব।’’

দক্ষিণ আফ্রিকার যে দল ভারতে এসেছে সেখানে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার রয়েছেন। তাঁদের সুযোগ দিতে চান বাভুমা। ভারতের বিরুদ্ধে ভাল খেললে বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন তাঁরা। বাভুমা বলেন, ‘‘আমাদের দলে অনেক নতুন মুখ রয়েছে। তাদের সুযোগ দেওয়া হবে। বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে ওদের। তার জন্য ভারতের মতো দলের বিরুদ্ধে খেলার থেকে ভাল আর কিছু হতে পারে না।’’

Advertisement

এই সিরিজে ভারতীয় দলে নেই বিরাট কোহলী, রোহিত শর্মার মতো তারকা। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। উমরান মালিক, অর্শদীপ সিংহের মতো তরুণ সুযোগ পেয়েছেন। কোহলীরা না থাকলেও ভারতীয় দলকে হালকা ভাবে নিতে নারাজ বাভুমা। তিনি বলেন, ‘‘হতে পারে ভারতীয় দলে অনেক নতুন মুখ রয়েছে। কিন্তু আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করে নিয়েছে ওরা। ওদের অভিজ্ঞতা বেড়েছে। তাই রাহুলদের হারাতে আমাদের ভাল মানের ক্রিকেট খেলতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে তৈরি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement