Saurav Ganguly

Sourav Ganguly: সন্ধ্যায় কোহলীর পদত্যাগ, গভীর রাতে টুইট করে শুভেচ্ছা বোর্ড সভাপতি সৌরভের

শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় কোহলী টুইট করে জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটেও তিনি আর অধিনায়ক থাকছেন না। এর ছ’ঘণ্টা পরে সৌরভ তাঁর প্রতিক্রিয়া জানান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ ০৮:২৭
Share:

ফাইল ছবি।

শনিবার ভারতীয় সময় সন্ধে ৬টা ৪৪ মিনিটে বিরাট কোহলী টুইট করে জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটেও তিনি আর অধিনায়ক থাকছেন না। এর ছয় ঘণ্টা পরে ১২টা ৪৭ মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়া জানান।

ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গভীর রাতে টুইট করে লেখেন, ‘বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।’

Advertisement

জয় শাহ অবশ্য কোহলীর সিদ্ধান্ত ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করে তাঁর প্রতিক্রিয়া জানান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব সন্ধে ৭টা ৭মিনিটে টুইট করে লেখেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দারুণ সময় কাটাল বিরাট কোহলী। ও গোটা দলকে প্রচণ্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট জয় অবশ্যই আলাদা আনন্দের।’

বোর্ডের তরফে প্রায় একই সময়ে টুইট করে লেখা হয়, ‘অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলীকে ধন্যবাদ। ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছে। দেশের সব থেকে সফল টেস্ট অধিনায়ক কোহলী।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement