IPL Auction

Hugh Edmeades: আড়াই হাজার নিলাম সঞ্চালনা করেছেন হিউ এডমিডেস, এমন ঘটনা এই প্রথম

আইপিএল-এ প্রথম নিলাম করেছিলেন ২০১৮ সালে জয়পুরে। কিন্তু কখনও এমন ঘটনা ঘটেনি ৬৪ বছরের হিউয়ের। ৩৫ বছর ধরে নিলাম করছেন হিউ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৩
Share:

হিউ এডমিডেস। —ফাইল চিত্র

জীবনে আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ এডমিডেস। আইপিএল-এ প্রথম নিলাম করেছিলেন ২০১৮ সালে জয়পুরে। কিন্তু কখনও এমন ঘটনা ঘটেনি ৬৪ বছরের হিউয়ের। ৩৫ বছর ধরে নিলাম করছেন হিউ। শনিবার আইপিএল নিলাম চলাকালীন হঠাৎ মুখ থুবড়ে পড়েন তিনি।

ব্রিটেনের হিউকে ভারতীয় ক্রিকেট বোর্ড ২০১৮ সাল থেকে নিলামের সঞ্চালক হিসাবে সই করান। তাঁর আগে এই দায়িত্ব সামলেছেন রিচার্ড হেডলি। শুধু খেলার দুনিয়া নয়, হিউয়ের সঞ্চালনায় নিলামে বিক্রি হয়েছে আঁকা ছবি, আসবাবপত্র, চিনের মাটির জিনিসের মতো বিভিন্ন জিনিস। ক্রিস্টির আন্তর্জাতিক নিলামের ডিরেক্টর হিসাবে কাজ করেছেন হিউ। সেখানে শুধু নিলাম করাই নয়, নতুনদের নিলামের সঞ্চালক হওয়ার প্রশিক্ষণও দিয়েছেন তিনি।

Advertisement

শনিবার আইপিএল-এর নিলাম চলাকালীন হঠাৎ সংজ্ঞা হারান হিউ। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে তাঁর। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।

এক নজরে হিউ এডমিডেস। গ্রাফিক: শৌভিক দেবনাথ

এ বারের আইপিএল নিলামে ৫৯০ জন ক্রিকেটারের নিলাম করার কথা হিউয়ের। আরও ১০ জন ক্রিকেটারকে যোগ করা হয় শুক্রবার। মোট ৬০০ জনের নিলামে হবে দুই দিন ধরে। বেঙ্গালুরুর সেই নিলামে ১০ দল মিলে কিনছিল ক্রিকেটারদের। সেই নিলাম চলাকালীন হঠাৎ সংজ্ঞা হারিয়ে মুখ থুবড়ে পড়েন হিউ।

Advertisement

এই নিলামে আর অংশ নেবেন না হিউ। তাঁর বদলে চারু শর্মা নিলামের সঞ্চালনা করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement