IPL Auction

IPL Auction 2022: আইপিএল নিলাম চলাকালীন সংজ্ঞাহীন হয়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডেস

আইপিএল নিলাম চলাকালীন সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৭
Share:

হিউ এডমিডেস সংজ্ঞাহীন। ছবি: টুইটার থেকে

আইপিএল নিলাম চলাকালীন সংজ্ঞা হারালেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান তিনি। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে তাঁর। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।

আইপিএল-এর তরফে জানানো হয়েছে হিউ সুস্থ আছেন। কিছু ক্ষণের মধ্যেই নিলাম শুরু হতে পারে। তবে তাঁর জায়গায় সঞ্চালনা করতে পারেন চারু শর্মা।

Advertisement

আড়াই হাজারের বেশি নিলাম করেছেন হিউ। ২০১৮ সালে জয়পুরে আইপিএল-এর নিলাম করেন তিনি। প্রথম বার সেটাই তাঁর আইপিএল নিলাম।

চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি।

Advertisement

হিউ সংজ্ঞা হারানোর আগে ২০ জন ক্রিকেটার এ বারের নিলামে বিক্রি হয়েছেন। কলকাতা কিনেছে শ্রেয়স আয়ার, প্যাট কামিন্স এবং নীতিশ রানাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement